তিনি ফিরছেন টেলিভিশনের পর্দায়, সঞ্চালক হিসেবে। আসছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’র দ্বিতীয় মৌসুম, আর সেই আয়োজনে সঞ্চালক হিসেবে থাকছেন তাহসান।
গানে-অভিনয়ে নয়, কিন্তু থাকছেন তাহসান খান
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৫:০৬:২৭ এএম, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৩ পাঠক
তাহসান বলেন, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আমার কাছে বিশেষ একটি অনুষ্ঠান। এটি পরিবারের সবার একসঙ্গে বসে টেলিভিশন দেখার আনন্দ ফিরিয়ে এনেছে- যেখানে আছে হাসি, তর্ক-বিতর্ক আর ভালোবাসার বন্ধন। নতুন সিজনে আরো বড় পরিসরে সারা দেশের পরিবারগুলোর সঙ্গে সময় কাটানোর অপেক্ষায় আছি।
নতুন মৌসুমের জন্য এরই মধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সারা দেশের আগ্রহী পরিবারগুলোকে এতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা পরিবার নিয়ে মজা করতে চান, চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, কিংবা একসঙ্গে হাসির সময় কাটাতে চান- তাদের জন্য এটি হবে এক অনন্য অভিজ্ঞতা
আয়োজকদের আশা, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’র দ্বিতীয় সিজন আগের সফলতাকে ছাড়িয়ে আরো বড় আয়োজন হয়ে উঠবে।














