এশিয়া কাপে ভারতকে শিরোপা জেতালেও, ব্যক্তিগত পারফরম্যান্সে তার ধারাবাহিকতার অভাব স্পষ্ট। সূর্যকুমার মূলত টি-টোয়েন্টি ফরম্যাটেই নিয়মিত খেলেন। তবে ওয়ানডেতে সুযোগ পেলেও নিজেকে তেমনভাবে মেলে ধরতে পারেননি। ৩৫ ইনিংসে তার সংগ্রহ মাত্র ৭৭৩ রান, গড় ২৫.৭৬। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের ১৯ নভেম্বর।
ফর্মহীনতা কাটাতে ডি ভিলিয়ার্সের সাহায্য চাইলেন সূর্যকুমার
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৫:০৪:২০ এএম, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ১ পাঠক
একই সাক্ষাৎকারে সূর্যকুমার ডি ভিলিয়ার্সের উদ্দেশে সরাসরি আবেদন জানিয়ে বলেন, ‘আমি ভেবেছিলাম ওয়ানডেও টি-টোয়েন্টির মতো খেলতে হয়। এবি, যদি তুমি এটা শুনে থাকো, তাহলে দয়া করে দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করো। সামনে আমার আরও তিন-চারটা গুরুত্বপূর্ণ বছর আছে। আমি ওয়ানডেতে খেলতে খুব আগ্রহী। দয়া করে সাহায্য করো! আমি টি-টোয়েন্টি আর ওয়ানডের মধ্যে ভারসাম্য আনতে পারিনি।’













