ঢাকা ০১:৪৪ পিএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় মুক্তি পেল ‘দেলুপি’, দেশজুড়ে ১৪ নভেম্বর

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৭:৪২:২২ এএম, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৭ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ওটিটি প্ল্যাটফর্মে শাটিকাপ ও সিনপাট সিরিজ দিয়ে আলোচনায় আসা নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম সিনেমা ‘দেলুপি’ মুক্তি পেয়েছে ।

শুক্রবার (৭ নভেম্বর) ‘দেলুপি’ খুলনার লিবার্টি সিনেপ্লেক্সে প্রদর্শিত হয়েছে। এছাড়া জেলা শিল্পকলা অ্যাকাডেমি, খুলনায় আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর প্রতিদিন চারটি করে বিশেষ শো দেখানো হবে। আর ১৪ নভেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে এটি।

এর আগে বুধবার খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয়ে ‘দেলুপি’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় গ্রামের স্কুল মাঠ যেন রূপ নেয় এক উৎসবের মেলায়।

নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম খুলনায় সিনেমাটি প্রথম প্রদর্শনের প্রসঙ্গে বলেন, আমরা চেয়েছি যে অঞ্চলের মানুষ প্রথমে সিনেমাটি দেখুক। তাদের দেখানোর জন্য স্থানীয় একটি স্কুলে প্রিমিয়ার করা হয়েছে।

তিনি জানান, সিনেমাটি খুলনার লিবার্টি সিনেপ্লেক্সে সবার আগে প্রদর্শিত হয়েছে। এর ধারাবাহিকতায় ১৪ নভেম্বর সারাদেশে মুক্তি দেওয়া হবে। এছাড়া খুলনার কয়েকটি স্থানে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, এই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা এবং সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে দেলুপির গল্প লেখা হয়েছে। এটি শুধু এই অঞ্চলের মানুষের জন্য নয়; দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গেও মেলাতে পারবে। স্থানীয় মানুষদের পাশে পেয়ে আমি অনুপ্রাণিত হয়েছি। এই ভালোবাসাই আমাদের সিনেমার সবচেয়ে বড় পুরস্কার।

তাওকীর তার কাজে সব সময় স্থানীয় আবহ রাখেন। তিনি এর আগে ২০২২ সালে রাজশাহী শহরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেন ‘শাটিকাপ’, যা সমালোচক ও দর্শক উভয়ের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’, যা আরও একবার আলোচনায় নিয়ে আসে তরুণ এই পরিচালককে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খুলনায় মুক্তি পেল ‘দেলুপি’, দেশজুড়ে ১৪ নভেম্বর

প্রকাশকাল ০৭:৪২:২২ এএম, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
ওটিটি প্ল্যাটফর্মে শাটিকাপ ও সিনপাট সিরিজ দিয়ে আলোচনায় আসা নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম সিনেমা ‘দেলুপি’ মুক্তি পেয়েছে ।

শুক্রবার (৭ নভেম্বর) ‘দেলুপি’ খুলনার লিবার্টি সিনেপ্লেক্সে প্রদর্শিত হয়েছে। এছাড়া জেলা শিল্পকলা অ্যাকাডেমি, খুলনায় আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর প্রতিদিন চারটি করে বিশেষ শো দেখানো হবে। আর ১৪ নভেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে এটি।

এর আগে বুধবার খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয়ে ‘দেলুপি’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় গ্রামের স্কুল মাঠ যেন রূপ নেয় এক উৎসবের মেলায়।

নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম খুলনায় সিনেমাটি প্রথম প্রদর্শনের প্রসঙ্গে বলেন, আমরা চেয়েছি যে অঞ্চলের মানুষ প্রথমে সিনেমাটি দেখুক। তাদের দেখানোর জন্য স্থানীয় একটি স্কুলে প্রিমিয়ার করা হয়েছে।

তিনি জানান, সিনেমাটি খুলনার লিবার্টি সিনেপ্লেক্সে সবার আগে প্রদর্শিত হয়েছে। এর ধারাবাহিকতায় ১৪ নভেম্বর সারাদেশে মুক্তি দেওয়া হবে। এছাড়া খুলনার কয়েকটি স্থানে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, এই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা এবং সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে দেলুপির গল্প লেখা হয়েছে। এটি শুধু এই অঞ্চলের মানুষের জন্য নয়; দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গেও মেলাতে পারবে। স্থানীয় মানুষদের পাশে পেয়ে আমি অনুপ্রাণিত হয়েছি। এই ভালোবাসাই আমাদের সিনেমার সবচেয়ে বড় পুরস্কার।

তাওকীর তার কাজে সব সময় স্থানীয় আবহ রাখেন। তিনি এর আগে ২০২২ সালে রাজশাহী শহরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেন ‘শাটিকাপ’, যা সমালোচক ও দর্শক উভয়ের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’, যা আরও একবার আলোচনায় নিয়ে আসে তরুণ এই পরিচালককে।