ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সরকারি সদর হাসপাতালের এই ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। খবর বিবিসি বাংলার।
ভারতে ব্লাড ব্যাংকের রক্ত নিয়ে এইচআইভি পজিটিভ ৫ শিশু
- প্রকাশকাল ০৭:৩৪:২০ এএম, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৫ পাঠক
ঘটনা প্রকাশ্যে আসার পর সেখানকার সিভিল সার্জন, এইচআইভি ইউনিট-এর দায়িত্বে থাকা চিকিৎসক ও সংশ্লিষ্ট টেকনিশিয়ানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আক্রান্ত শিশুদের মধ্যে দুইজনের মায়ের কেউই তাদের সন্তানের এইচআইভি সংক্রমিত হয়ে পড়ার বিষয়ে কিছু জানতেন না। হাসপাতালে ডাক্তার এবং নার্সদের আচরণে পরিবর্তনেই তাদের সন্দেহ হয় যে, তাদের সন্তানরা কোনো গুরুতর রোগে আক্রান্ত হয়েছে। পরে স্বজনদের উদ্যোগে পরীক্ষায় এইচআইভি পজিটিভি আসে।
বাকিদের সম্পর্কে খতিয়ে দেখা হচ্ছে, যাতে অন্য কোনো দাতা এইচআইভি পজিটিভ হলে তাদের শনাক্ত করা যায়।
ঝাড়খণ্ডের বিশেষ স্বাস্থ্য সচিব ডা. নেহা অরোরা জানান, বিষয়টা এখনো তদন্তাধীন।
দাতার রক্ত পরীক্ষা প্রক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পরীক্ষার জন্য প্রি-কিট ব্যবহার করা হলে উইন্ডো পিরিয়ড বড় হয় এবং রোগী (এইচআইভি) পজিটিভ কি না তা দেরিতে জানা যায়। অন্যদিকে, এলিসা বা এনএটি টেস্টের ক্ষেত্রে ভাইরাস দ্রুত ধরা পড়ে, কারণ তারা অ্যান্টিজেনগুলো শনাক্ত করতে পারে। তাই এখন ডোনারদের পরীক্ষার জন্য প্রি-কিট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, রাজ্যের ৯টি ব্লাড ব্যাংকের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলেও সেখানে কাজ চলছে।
এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি বলেন, লাইসেন্স নবায়নের এনওসি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া যায়। না দিলে আমরা কী করে রিনিউ করব? আমরা ফাইলটা কেন্দ্রে পাঠিয়েছি।













