বৃহস্পতিবার (৬ নভেম্বর) মার্কিন খসড়া প্রস্তাবে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পক্ষে ১৪টি ভোট পড়েছে, যেখানে চীন ভোটদানে বিরত ছিল।
সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৭:৩২:২০ এএম, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৫ পাঠক
ওয়াশিংটন কয়েক মাস ধরে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার জন্য অনুরোধ করে আসছে। মে মাসে ট্রাম্প সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলে মার্কিন নীতিতে একটি বড় পরিবর্তন ঘোষণা করেন।
তিনি ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ‘আমরা সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছি, যাতে তাদের লড়াই চালিয়ে যেতে পারে।’
২০১৬ সালে সংগঠনটি আল-কায়েদার সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করে। এর আগে, ২০১৪ সালের মে মাসে গোষ্ঠীটিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আল-কায়েদা ও ইসলামিক স্টেট–সম্পর্কিত নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করে।
সূত্র: রয়টার্স













