তিনি বলেন, তারা ঐকমত্য কমিশনে যেমন গুন্ডামি করেছেন, এলাকাতেও একইভাবে গুন্ডামি-মাস্তানি করেন।
তারা ঐকমত্য কমিশনে গুন্ডামি করেছেন: সামান্তা
- প্রকাশকাল ০৪:০৬:৫২ এএম, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ২ পাঠক
সামান্তা শারমিন বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা মৌলিক কাঠামো বা গুণগত পরিবর্তনের কোনো লড়াই করতে পারিনি। এখন পর্যন্ত এর পেছনে বাধা হয়ে দাঁড়িয়েছে স্ট্যাবলিশমেন্ট এবং রাজনৈতিক দলগুলো। কারণ, তারা সবাই স্ট্যাবলিশমেন্টের ওপর নির্ভরশীল।
তিনি আরও বলেন, এখন এসে তারা (বড় রাজনৈতিক দলগুলো) যদি বলে জুলাই সনদ বাস্তবায়নের দরকার নেই, তারা ক্ষমতায় এসে করবে; কিংবা আমরা সময়ক্ষেপণ করছি বা নির্বাচন পেছাতে চাইছি-তাহলে প্রশ্ন হচ্ছে, তারা কেমন নির্বাচন চান? আমরা জানি, এখানে নির্বাচনে জয়ী হয় কারা-দুর্নীতিবাজ, খুনি, দালাল, ঋণখেলাপি; এদের দিয়েই চলছে এই রাজনৈতিক দলগুলো।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন, নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরিন হক, লেখক ও প্রকৌশলী মারদিয়া মমতাজ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির প্রধান তাসলিমা আখতার, আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন ইরা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাকিয়া শিশির, সাংবাদিক জুম্মাতুল বিদা, অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, অ্যাডভোকেট হুমায়রা নূর ও টেলিভিশন উপস্থাপক কাজী জেসিন।


















