মেটা এআই-এর নতুন কণ্ঠস্বর হিসেবে থাকছেন দীপিকা। নতুন জার্নি শুরু করে সামাজিকমাধ্যমে সেই খবর নিজেই শেয়ার করে নিয়েছিলেন নায়িকা।
দীপিকার উচ্চারণ, কণ্ঠস্বর নিয়ে ঠাট্টা হয়েছে!
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৪:১৭:৪৮ এএম, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৫ পাঠক
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এই মুহূর্তে মেটা এ-আইয়ের কণ্ঠস্বর আমি। কিন্তু একটা সময় ছিল যখন বলিউডে আমি নতুন পথচলা শুরু করেছি। সেই সময় ভীষণভাবে আমার কণ্ঠস্বর, আমার উচ্চারণ নিয়ে ঠাট্টা করা হত।
নিজের অভিনয় দক্ষতায় ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন দীপিকা। পাঁচশো কোটির সম্পত্তির মালিক এখন তিনি। পারিশ্রমিকের নিরিখেও অভিনেতাদের সমপরিমাণ অর্থ নেন নায়িকা। এমনকী বলিউডে সবার সমান সুযোগ-সুবিধার জন্যও সোচ্চার হয়েছেন তিনি।














