শনিবার (৮ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে তারা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চ্যুয়ালি সাক্ষাৎ করেন এবং এই প্রতিশ্রুতি জানান।
বিএনপির পাশে থাকার অঙ্গীকার জুলাইয়ের শহীদ পরিবারের
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৪:০৫:৫৩ এএম, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৪ পাঠক
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, এবং শহিদ মীর মুগ্ধের ছোট ভাই ও সদ্য বিএনপিতে যোগদানকারী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা শহিদ পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনাকে এগিয়ে নিতে এই সংহতি নতুন উদ্যম যোগ করবে।

















