ইতোমধ্যেই লোকগানের রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’, ‘বাংলার গায়েন সিজন ২’ ও ‘বাংলার গায়েন ইউএসএ’ এবং তরুণ সংগীতশিল্পীদের অংশগ্রহণে রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’, ‘ইয়াং স্টার সিজন ২’ ও ‘ইয়াং স্টার ইউএসএ’-এর আয়োজন করেছে আরটিভি।
শুরু হচ্ছে গানের প্রতিযোগিতা ‘লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৪:১৫:০৫ এএম, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৪ পাঠক
জানা গেছে, এই ৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে বিচারকগণের বিচার-বিশ্লেষণে ১৫০ জনকে বাচাই করা হয় স্টুডিও রাউন্ডের জন্য। এরপর আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে তাদের নিয়ে শুরু হবে চূড়ান্ত বাছাই পর্ব। যেখানে ধারাবাহিকতায় ফোক রাউন্ড, রবীন্দ্রসংগীত এবং নজরুলগীতি রাউন্ড, মডার্ন সং রাউন্ড, ব্যান্ড রাউন্ড অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি শনিবার (৮ নভেম্বর) থেকে প্রতি শনিবার এবং বুধবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আরটিভিতে প্রচার হবে। একই সাথে লাইভ সম্প্রচার হবে আরটিভি লাইভ আপডেট ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। প্রচারের পর এটি দেখা যাবে আরটিভি রিয়েলিটি শো ইউটিউব চ্যানেলেও।














