ঢাকা ০৩:৪০ পিএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আপত্তিকর ছবি ও তথ্য ছড়ানোয় মামলা করলেন অভিনেত্রী

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৬:৪৪:৫৯ এএম, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৩ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি ব্যবহার করে শোবিজ তারকাদের নিয়ে তৈরি করা হচ্ছে আপত্তিকর ছবি ও ভিডিও। এবার এই তালিকায় যুক্ত হলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী অনুপমা পরমেশ্বর। আপত্তিকর ছবি ও তথ্য ছড়ানোর অভিযোগে মামলা করেছেন অভিনেত্রী।

জানা গেছে, কেরালার সাইবার ক্রাইমে মামলাটি করেছেন অনুপমা। তামিল নাড়ুর একটি মেয়ে অভিনেত্রীর আপত্তিকর ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেয়। মেয়েটির বয়স ২০ বছর। এজন্য তার নাম প্রকাশ করা হয়নি।

এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন অনুপমা। সেখানে এ অভিনেত্রী বলেন, কয়েকদিন আগে ইনস্টাগ্রামে বিষয়টি দেখতে পাই। একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আমার পরিবার, আমার বন্ধু ও সহ-অভিনেতাদের সম্পর্কে অশালীন ও মিথ্যা কনটেন্ট ছড়াচ্ছে। সেই পোস্টে বিকৃত ছবি এবং ভিত্তিহীন অভিযোগ করা হয়; উদ্দেশ্যপ্রণোদিত এই হয়রানি অত্যন্ত কষ্টদায়ক।

আইনি সহায়তা নেওয়ার তথ্য জানিয়ে অনুপমা বলেন, বিষয়টি জানার পর অভিযোগ দায়ের করি। সাইবার ক্রাইম পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। তারা অভিযুক্তকে শনাক্ত করেছে।

বয়স কম হওয়ায় অভিযুক্তের নাম প্রকাশ করেননি অনুপমা। এ অভিনেত্রী বলেন, আমি চাই না ওই মেয়ের ভবিষ্যৎ বা মানসিক শান্তি নষ্ট হোক। তবে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি, অভিযুক্তকে তার কাজের ফল ভোগ করতে হবে।

‘প্রেমাম’ সিনেমার মাধ্যমে ২০১৫ সালে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন অনুপমা। অভিষেক চলচ্চিত্রেই সবার নজর কাড়েন এই অভিনেত্রী। তার অভিনীত ৩১টি সিনেমা মুক্তি পেয়েছে, যার অধিকাংশ সিনেমা বক্স অফিসে সাফল্য পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আপত্তিকর ছবি ও তথ্য ছড়ানোয় মামলা করলেন অভিনেত্রী

প্রকাশকাল ০৬:৪৪:৫৯ এএম, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি ব্যবহার করে শোবিজ তারকাদের নিয়ে তৈরি করা হচ্ছে আপত্তিকর ছবি ও ভিডিও। এবার এই তালিকায় যুক্ত হলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী অনুপমা পরমেশ্বর। আপত্তিকর ছবি ও তথ্য ছড়ানোর অভিযোগে মামলা করেছেন অভিনেত্রী।

জানা গেছে, কেরালার সাইবার ক্রাইমে মামলাটি করেছেন অনুপমা। তামিল নাড়ুর একটি মেয়ে অভিনেত্রীর আপত্তিকর ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেয়। মেয়েটির বয়স ২০ বছর। এজন্য তার নাম প্রকাশ করা হয়নি।

এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন অনুপমা। সেখানে এ অভিনেত্রী বলেন, কয়েকদিন আগে ইনস্টাগ্রামে বিষয়টি দেখতে পাই। একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আমার পরিবার, আমার বন্ধু ও সহ-অভিনেতাদের সম্পর্কে অশালীন ও মিথ্যা কনটেন্ট ছড়াচ্ছে। সেই পোস্টে বিকৃত ছবি এবং ভিত্তিহীন অভিযোগ করা হয়; উদ্দেশ্যপ্রণোদিত এই হয়রানি অত্যন্ত কষ্টদায়ক।

আইনি সহায়তা নেওয়ার তথ্য জানিয়ে অনুপমা বলেন, বিষয়টি জানার পর অভিযোগ দায়ের করি। সাইবার ক্রাইম পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। তারা অভিযুক্তকে শনাক্ত করেছে।

বয়স কম হওয়ায় অভিযুক্তের নাম প্রকাশ করেননি অনুপমা। এ অভিনেত্রী বলেন, আমি চাই না ওই মেয়ের ভবিষ্যৎ বা মানসিক শান্তি নষ্ট হোক। তবে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি, অভিযুক্তকে তার কাজের ফল ভোগ করতে হবে।

‘প্রেমাম’ সিনেমার মাধ্যমে ২০১৫ সালে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন অনুপমা। অভিষেক চলচ্চিত্রেই সবার নজর কাড়েন এই অভিনেত্রী। তার অভিনীত ৩১টি সিনেমা মুক্তি পেয়েছে, যার অধিকাংশ সিনেমা বক্স অফিসে সাফল্য পেয়েছে।