২০২৩ সালের শেষের দিকে এর নির্মাণ কাজ শেষ করেন তার ছেলে শাকের চিশতী। এবার মুক্তির মিছিলে হাঁটছে সিনেমাটি। তবে দেশে নয়, বিদেশের কোনো উৎসবে এর প্রথম প্রিমিয়ার হবে। এরপর দেশে মুক্তি পাবে সিনেমাটি।
কবরীর শেষ সিনেমা মুক্তি নিয়ে নতুন পরিকল্পনা
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৬:৪৬:৫১ এএম, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৩ পাঠক
তিনি বলেন, আম্মু মারা যাওয়ার পর নানা জটিলতায় একটু সময় নিয়ে কাজ শেষ করছি। দেশের বাইরে কয়েকটি আন্তর্জাতিক উৎসবে সিনেমাটি জমা দিয়েছি। ওই উৎসবগুলোতে প্রদর্শনী হলে দেশে সিনেমাটি মুক্তি পাবে। তবে দেশে কবে মুক্তি দিতে পারব- সময়টা উল্লেখ এখনই করতে পারছি না। এটি সম্পূর্ণ নির্ভর করে বিদেশে সিনেমার প্রদর্শনীর ওপর।
পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি এই সিনেমার জন্য গানও লিখেছিলেন কবরী। কণ্ঠশিল্পী ইমরান ও কোনালের কণ্ঠে কবরী রচিত সেই গান দর্শক দেখতে পারবেন পর্দায়। এ সিনেমায় সংগীত পরিচালনা করেছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।















