রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টায় জনতার দলের বনানীর কেন্দ্রীয় কার্যালয়ে দুই ইউনিটের প্রায় ২০ জন প্রতিনিধি নিজ নিজ ইউনিটের পক্ষে আনুষ্ঠানিকভাবে জনতার দলে যোগদান করেন।
জনতার দলে যোগ দিল চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট
- প্রকাশকাল ০৬:১২:১৮ এএম, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৭ পাঠক
দলের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিটের এই যোগদান জনতার দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর করে তুলবে। এটি সারাদেশে দলীয় ঐক্য, নেতৃত্বের প্রসার এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মধারায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করা হয়।
চট্টগ্রামের নেতারা জানান, স্থানীয় পর্যায়ে জনতার দলের প্রতি ব্যাপক আগ্রহ ও সমর্থন তৈরি হয়েছে। তারা মনে করেন, এই ঐক্যবদ্ধ পদক্ষেপ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে।
দলের পক্ষ থেকে আগত নতুন ইউনিটের নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে বলা হয়, জনতার দল বিশ্বাস করে রাজনীতি হবে জনগণের কল্যাণে জনগণের শক্তিতেই গড়বে আগামী বাংলাদেশ।
দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আজম খান বলেন, ‘আমাদের চট্টগ্রাম মহানগর কমিটি ১০১ সদস্যের এবং জেলা আহ্বায়ক কমিটিও ১০১ সদস্যের। এই দুই কমিটির পাশাপাশি আরও তিনটি থানা কমিটি প্রস্তুত আছে। যারা অল্প সময়ের মধ্যে আমাদের প্রতি আস্থা ও শ্রদ্ধা রেখে যুক্ত হয়েছেন, সবাইকে অভিনন্দন।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিটের এই যোগদান জনতার দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও সবল, গতিশীল ও কার্যকর করে তুলবে। এটি আমাদের দলীয় ঐক্য, শক্তি ও ভবিষ্যৎ কর্মধারায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।’














