ঢাকা ০৪:০৮ পিএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে বিএনপিকে ছায়াশক্তির সঙ্গে লড়তে হবে: টুকু

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৬:১৫:২৭ এএম, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ১ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
আসন্ন নির্বাচনে বিএনপিকে ছায়াশক্তির সঙ্গে লড়তে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ইকবাল মাহমুদ টুকু বলেন, এই নির্বাচনী যুদ্ধ কিন্তু আট-দশটা নির্বাচনী যুদ্ধের মতো নয়। এবার আমরা ছায়ার সঙ্গে যুদ্ধ করছি। যে ছায়া আমাদেরই কর্তৃক প্রতিপালিত হয়ে এখন আমাদেরকেই রক্তচক্ষু দেখাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় তাদের হাতে যে রক্ত লেগেছিল, সে রক্তের দাগ কিন্তু এখনো শুকায়নি। মুক্তিযুদ্ধের সময় আমাদের মা-বোনদের যে ইজ্জত হানি হয়েছিল, সেটাও এখনো মুছে যায়নি। সুতরাং আপনারা যারা জাতীয়তাবাদী, আগামী নির্বাচন সম্পর্কে সতর্ক থাকবেন।

তিনি আরও বলেন, একটা গ্রামের মহিলার কাছে আমি প্রশ্ন করেছিলাম— কাকে ভোট দেবেন? তিনি বলেছেন, ‘যারা রসুলের পথে চলে তাদেরকেই ভোট দেব।’ আমি জিজ্ঞেস করলাম, সেটা কে? তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলাম।’ তালিমের মাধ্যমে তারা মহিলাদের বোঝাচ্ছে যে জামায়াতই একমাত্র দল, যারা রসুলের প্রদর্শিত পথে চলে। এটা মুনাফেকি। ধর্মকে বিক্রি করে, রসুলকে বিক্রি করে আমাদের সরল ধর্মপ্রাণ গ্রামীণ নারীদের পথভ্রষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং সবাই সাবধান! সবাই চোখ-কান খোলা রাখুন।

নেতাকর্মীদের উদ্দেশে টুকু বলেন, আমরা কিন্তু এবার ছায়াশক্তির সঙ্গে লড়াই করব। সেই প্রস্তুতি নিতে হবে। তাহলেই ৭ই নভেম্বরের জাতীয় সংহতি ও বিপ্লব দিবস এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ টিকে থাকবে।

আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মুন্নুর আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্বাচনে বিএনপিকে ছায়াশক্তির সঙ্গে লড়তে হবে: টুকু

প্রকাশকাল ০৬:১৫:২৭ এএম, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
আসন্ন নির্বাচনে বিএনপিকে ছায়াশক্তির সঙ্গে লড়তে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ইকবাল মাহমুদ টুকু বলেন, এই নির্বাচনী যুদ্ধ কিন্তু আট-দশটা নির্বাচনী যুদ্ধের মতো নয়। এবার আমরা ছায়ার সঙ্গে যুদ্ধ করছি। যে ছায়া আমাদেরই কর্তৃক প্রতিপালিত হয়ে এখন আমাদেরকেই রক্তচক্ষু দেখাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় তাদের হাতে যে রক্ত লেগেছিল, সে রক্তের দাগ কিন্তু এখনো শুকায়নি। মুক্তিযুদ্ধের সময় আমাদের মা-বোনদের যে ইজ্জত হানি হয়েছিল, সেটাও এখনো মুছে যায়নি। সুতরাং আপনারা যারা জাতীয়তাবাদী, আগামী নির্বাচন সম্পর্কে সতর্ক থাকবেন।

তিনি আরও বলেন, একটা গ্রামের মহিলার কাছে আমি প্রশ্ন করেছিলাম— কাকে ভোট দেবেন? তিনি বলেছেন, ‘যারা রসুলের পথে চলে তাদেরকেই ভোট দেব।’ আমি জিজ্ঞেস করলাম, সেটা কে? তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলাম।’ তালিমের মাধ্যমে তারা মহিলাদের বোঝাচ্ছে যে জামায়াতই একমাত্র দল, যারা রসুলের প্রদর্শিত পথে চলে। এটা মুনাফেকি। ধর্মকে বিক্রি করে, রসুলকে বিক্রি করে আমাদের সরল ধর্মপ্রাণ গ্রামীণ নারীদের পথভ্রষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং সবাই সাবধান! সবাই চোখ-কান খোলা রাখুন।

নেতাকর্মীদের উদ্দেশে টুকু বলেন, আমরা কিন্তু এবার ছায়াশক্তির সঙ্গে লড়াই করব। সেই প্রস্তুতি নিতে হবে। তাহলেই ৭ই নভেম্বরের জাতীয় সংহতি ও বিপ্লব দিবস এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ টিকে থাকবে।

আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মুন্নুর আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।