দেশটির আবহাওয়া অধিদপ্তর পাগাসা জানিয়েছে, টাইফুন ফাং ওয়াং রোববার কয়েকটি এলাকায় ঘণ্টায় ১৮৫ কিলোমিটার (১৫৫মাইল) গতির বাতাস ও প্রবল বৃষ্টিপাত নিয়ে আঘাত করবে।
ফিলিপাইনে আঘাত হানছে ‘সুপার টাইফুন’ ফাং ওয়াং
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৬:২৩:০৭ এএম, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ১ পাঠক
টাইফুন ফাং ওয়াং–যা স্থানীয়ভাবে ‘উওয়ান’ নামে পরিচিত –এর আগের ঝড় কালমায়েগির কয়েকদিন পরেই এসেছে, যার ধ্বংসযজ্ঞে প্রায় ২০০ জন মানুষের মৃত্যু হয়েছিল।
ফাংওয়াং স্থলভাগে আঘাত হানার পর দ্রুত দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হলেও, এটি লুজোন অতিক্রম করার সময়ও টাইফুন হিসেবেই থাকবে।
















