২০২১ সালে চার হাত এক করে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন এই জুটি। বিয়ের চার বছর পর ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বিচ্ছেদের সিদ্ধান্তে ঐশ্বরিয়া
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৬:৪৪:০৪ এএম, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ২ পাঠক
এর আগে ঐশ্বরিয়ার ঘর ভাঙার খবর ছড়িয়ে পড়লে চটেছিলেন অভিনেত্রী নিজেই। গেল জুন মাসে বিচ্ছেদের গুঞ্জন উঠলে সামাজিকমাধ্যমে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ঐশ্বরিয়া শর্মা স্টার প্লাসের রোমান্টিক নাটক ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’-এ পত্রলেখা ‘পাখি’ মোহিতে পাতিল চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। ২০২৩ সালে তিনি রিয়েলিটি শো ‘ফিয়ার ফ্যাক্টর: খাতরোঁ কে খিলাড়ি ১৩’ এবং ‘রবিগ বস ১৭’ -এ অংশগ্রহণ করেছিলেন।














