ঢাকা ০৩:৫৭ এএম, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যে অভিযোগে যে সব দণ্ড পেলেন হাসিনা-কামাল

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:২৪:০১ এএম, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ১১ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে ৫টি অভিযোগ দুইভাগে ভাগ করে দণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
 
সোমবার (১৭ নভেম্বর) এ রায় দেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।  ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
 
সোমবার রাতে প্রসিকিউটর গাজী এম এইচ তামীমএক বার্তায় জানান, শেখ হাসিনার মামলার রায়ে মোট দুটি অভিযোগ ছয়টি কাউন্টে ভাগ করা হয়। এর মধ্যে এক অভিযোগে তিনটি কাউন্ট করে রয়েছে। 

কাউন্ট ১: ২০২৪ সালের ১৪ই জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকার বলে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন।

কাউন্ট ২: ১৪ই জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনে আন্দোলনকারীদের রাজাকার বলে তাদের ফাঁসি দিব মর্মে উস্কানি ও আদেশ দেন। এবং অপরাধ সংঘটনে আসামিরা তার অধীনস্থদের কোনো বাধা প্রদান করেননি।

কাউন্ট ৩: এরই ফলশ্রুতিতে রংপুরে আবু সাঈদকে পুলিশ কর্তৃক গুলি করে হত্যা।

শাস্তি: শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড।
 
দ্বিতীয় অভিযোগের কাউন্ট ১: ১৮ই জুলাই শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলে নূর তাপসের এবং পরবর্তীতে হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনে দেখা যায়, আসামি শেখ হাসিনা ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান নির্ণয়, আন্দোলনরত ছাত্র জনতাকে হেলিকপ্টার এবং লেথাল উইপন ব্যবহার করে হত্যার নির্দেশ দিয়েছেন।
এবং অপরাধ সংঘটনে আসামিরা তার অধীনস্থদের কোনো বাধা প্রদান করেননি।

কাউন্ট ২: যার ফলশ্রুতিতে ৫ আগস্ট চানখারপুলে ৬ জন আন্দোলনকারীকে পুলিশ গুলি করে হত্যা করে।

কাউন্ট ৩: যার ফলশ্রুতিতে ৫ আগস্ট পুলিশ কর্তৃক আশুলিয়ায় ৬ জন আন্দোলনকারীকে হত্যার পর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়।

শাস্তি: শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড।

দুই আসামির সব সম্পদ সরকারের পক্ষে বাজেয়াপ্ত করা হয়। সরকার জুলাই এ ক্ষতিগ্রস্তদের মধ্যে তা বিতরণ করবেন। উভয় অভিযোগে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৫ বছর কারাদণ্ড হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যে অভিযোগে যে সব দণ্ড পেলেন হাসিনা-কামাল

প্রকাশকাল ০৩:২৪:০১ এএম, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে ৫টি অভিযোগ দুইভাগে ভাগ করে দণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
 
সোমবার (১৭ নভেম্বর) এ রায় দেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।  ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
 
সোমবার রাতে প্রসিকিউটর গাজী এম এইচ তামীমএক বার্তায় জানান, শেখ হাসিনার মামলার রায়ে মোট দুটি অভিযোগ ছয়টি কাউন্টে ভাগ করা হয়। এর মধ্যে এক অভিযোগে তিনটি কাউন্ট করে রয়েছে। 

কাউন্ট ১: ২০২৪ সালের ১৪ই জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকার বলে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন।

কাউন্ট ২: ১৪ই জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনে আন্দোলনকারীদের রাজাকার বলে তাদের ফাঁসি দিব মর্মে উস্কানি ও আদেশ দেন। এবং অপরাধ সংঘটনে আসামিরা তার অধীনস্থদের কোনো বাধা প্রদান করেননি।

কাউন্ট ৩: এরই ফলশ্রুতিতে রংপুরে আবু সাঈদকে পুলিশ কর্তৃক গুলি করে হত্যা।

শাস্তি: শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড।
 
দ্বিতীয় অভিযোগের কাউন্ট ১: ১৮ই জুলাই শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলে নূর তাপসের এবং পরবর্তীতে হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনে দেখা যায়, আসামি শেখ হাসিনা ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান নির্ণয়, আন্দোলনরত ছাত্র জনতাকে হেলিকপ্টার এবং লেথাল উইপন ব্যবহার করে হত্যার নির্দেশ দিয়েছেন।
এবং অপরাধ সংঘটনে আসামিরা তার অধীনস্থদের কোনো বাধা প্রদান করেননি।

কাউন্ট ২: যার ফলশ্রুতিতে ৫ আগস্ট চানখারপুলে ৬ জন আন্দোলনকারীকে পুলিশ গুলি করে হত্যা করে।

কাউন্ট ৩: যার ফলশ্রুতিতে ৫ আগস্ট পুলিশ কর্তৃক আশুলিয়ায় ৬ জন আন্দোলনকারীকে হত্যার পর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়।

শাস্তি: শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড।

দুই আসামির সব সম্পদ সরকারের পক্ষে বাজেয়াপ্ত করা হয়। সরকার জুলাই এ ক্ষতিগ্রস্তদের মধ্যে তা বিতরণ করবেন। উভয় অভিযোগে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৫ বছর কারাদণ্ড হয়েছে।