হেলমেট পড়া ৩ জন গুলি করে কিবরিয়াকে, পালানোর সময় রিকশাচালককে
- প্রকাশকাল ০৩:২৮:৩৯ এএম, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ১২ পাঠক
থানা যুবদল নেতা গোলাম কিবরিয়া একটি দোকানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দোকানের আরেকটি দরজা দিয়ে হেলমেট পড়া তিনজন যুবক প্রবেশ করে গেঞ্জি ও প্যান্ট পরা গোলাম কিবরিয়াকে (৪৭) এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান হেলমেট পড়া তিন যুবক দোকানে প্রবেশ করে গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনাটি স্বীকার করেন। ঘটনার সময় হেলমেট পড়া একজনকে আটক করা হয়েছে তার নাম জনি। এছাড়া এ ঘটনায় একজন রিকশাচালক আহত হয়েছে, তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, একের অধিক মোটরসাইকেলে করে বেশ কয়েকজন পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় অবস্থান করে। সেখানে একটি দোকানে গেঞ্জি ও প্যান্ট পরে গোলাম কিবরিয়া প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আরেকটি গেট দিয়ে হেলমেট পড়া তিন যুবক প্রবেশ করে তাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে।
অপরদিকে মিরপুর পল্লবীর যুবদল নেতা নিহত হওয়ার ঘটনায় মো. আরিফ (২০) নামে এক অটোরিকশা চালক গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার রাত সোয়া ৯টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. পিয়বরুল ইসলাম জানান, আরিফ অটোরিকশা চালক। ঘটনার সময় সে মিরপুর ১১ নম্বর সি ব্লক ও এ ব্লকের মাঝামাঝি রাস্তায় ছিল। এসময় দুজন হেলমেট পরিহিত ব্যক্তি রিকশায় উঠে দ্রুত যেতে বলেন না গেলে গুলি করার হুমকি দেন।
অটোরিকশা চালু করতে করতেই পিঠে এক রাউন্ড গুলি করে রিকশা থেকে নেমে পালিয়ে যান। আরিফের বাসা মিরপুর ১২ নম্বর সেকশনের ত ব্লকে।







