গত ১২ ফেব্রুয়ারি পটুয়াখালী যুগ্ম দায়রা জজ তৃতীয় আদালতের বিচারকের দেওয়া এক বছরের কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি। চেক প্রতারণার দায়ে করা ওই মামলায় তাকে ১১ লাখ ৭০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বাকেরগঞ্জে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পালালো আ. লীগ নেত্রী
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৪:০৫:৩৩ এএম, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৭ পাঠক
বাকেরগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি অস্বীকার করে বলেন, আসামি পলাতক ছিলেন। সোমবার দুপুরে আসামির তার বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুলিশ খবর পেয়ে তাকে গ্রেপ্তার করার জন্য ওই বাড়িতে যায়। তখন স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি পালিয়ে যায়। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



















