সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে নভেম্বরে
- প্রকাশকাল ০৩:৫১:৩৪ এএম, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৫ পাঠক
চলতি অর্থবছরের নভেম্বর মাসে সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
সোমবার (১ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
নভেম্বর মাসে আসা রেমিট্যান্স আগের মাস অক্টোবরের পাশাপাশি আগের বছরের নভেম্বর মাসের চেয়েও বেশি প্রবাসী আয় এলো। আগের মাস অক্টোবরে প্রবাসী আয় এসেছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার। আর আগের বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২১৯ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার। একক মাস হিসাবে এ যাবৎকালে দুই মাসে সদ্যবিদায়ী নভেম্বর মাসের চেয়ে বেশি প্রবাসী আয় এসেছিল। গত মার্চ মাসে এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। আর মে মাসে এসেছিল ২৯৬ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ডলার।
রেমিট্যান্স আনার ক্ষেত্রে প্রণোদনা বাড়ানোর পাশাপাশি সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ ও টাকা পাচারে কঠোর ব্যবস্থা নেওয়ার ফলে প্রবাসী আয় অব্যাহতভাবে বাড়ছে। যা প্রতি মাসের প্রবাসী আয়ের হিসাবে প্রতিফলিত হচ্ছে।
নভেম্বরের প্রবাসী আয় পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৯ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার। দেশের সব প্রাইভেট ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ৪০ হাজার ডলার।























