আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে চিত্রনাট্যের প্রথম খসড়াও প্রস্তুত করে রেখেছিলেন তিনি। কিন্তু তিন নায়িকার দিনক্ষণ পাওয়া নিয়ে এতটাই সমস্যায় পড়তে হয় যে, একাধিকবার শুটিং শিডিউল বাতিল করতে হয় নির্মাতাদের।
দ্বন্দ্ব কাটিয়ে একফ্রেমে, ‘জি লে জারা’ আসছে কবে?
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৭:৩১:৫৩ এএম, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৩ পাঠক
বলিউড মাধ্যম সূত্রে খবর, তিন নায়িকার ডেট পেতে গিয়ে নাকি মারাত্মক বেগ পেতে হয় ফারহান ও জোয়া আখতারকে। বিশেষ করে প্রিয়াঙ্কা বর্তমানে গ্লোবাল স্টার হওয়ায় তার শুটিং শিডিউল ঠিক করা যাচ্ছিল না। তবে সম্প্রতি দেশি গার্ল নাকি ‘জি লে জারা’ সিনেমা করতে নাকি রাজি হয়েছেন।
সংবাদ মাধ্যমের কাছে ফারহান জানিয়েছেন, সত্যি কথা বলতে কী, সব অভিনেতা, অভিনেত্রীদের ডেট একসঙ্গে পাওয়া মারাত্মক কষ্টকর ছিল। তবে আমরা আপাতত সবকিছু ঠিক করে ফেলেছি। খুব শিগগিরিই সেই শুটিং শুরু করব।





















