মাসখানেক আগে আট ঘণ্টার শুটিং শিফটের দাবি করে ‘পুরুষতান্ত্রিক ফিল্মিদুনিয়া’কে নাড়িয়ে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। যে ইস্যু নিয়ে চর্চা বর্তমানেও আলোচনা চলছেই।
পুরুষতান্ত্রিক সিনেমা দুনিয়ার বিরুদ্ধে সোচ্চার হলেন মাধুরী
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৭:২৭:৪০ এএম, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৩ পাঠক
ক্যারিয়ারের শুরু থেকেই বলিউডের ব্লকবাস্টার নায়িকা মাধুরী। যিনি অনিল কাপুর, সঞ্জয় দত্ত থেকে শুরু করে শাহরুখ-সালমান, আমির খানের মতো প্রথমসারির অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধেছেন।
শুধু তাই নয়, দীপিকা পাড়ুকোনের দাবি করা ৮ ঘণ্টার শুটিং শিফট নিয়েও মুখ খুললেন বলিউডের এই ‘ধক ধক গার্ল’।
দীপিকার মন্তব্যে পক্ষ নিয়ে অভিনেত্রীর আরও সংযোজন, নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে কাউকে জোর করা উচিত নয়। কাজের সময়সীমা বেছে নেওয়া প্রত্যেকের ব্যক্তিগত অধিকার।





















