মাঝে শোনা যায়, তাদের দাম্পত্যে নাকি ফাটল ধরেছে! তবে নিন্দুকদের মুখে ঝামা ঘঁষে সুখী দাম্পত্যের ছয় বছর পার করে ফেলেছেন নিক-প্রিয়াঙ্কা। এবার বিয়ের সাত বছরে পা রেখে রোমান্সের ঝলক দেখালেন তারকা দম্পতি।
বিবাহবার্ষিকীতে কী করছেন নিক-প্রিয়াঙ্কা?
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৭:৩০:১৩ এএম, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৩ পাঠক
এদিস বিকিনি পরনে বলিউডের ‘দেশি গার্ল’কে পেছন থেকে লেন্সবন্দি করে নিক। আর এর সঙ্গে লিখেছেন, ‘আমার ড্রিম গার্ল-এর সঙ্গে বিয়ের সাত বছর হল।’
বিবাহবার্ষিকীতে স্বামীর আদুরে পোস্টে দেখে আপ্লুত অভিনেত্রীও। পাল্টা নিককে ধন্যবাদ জানিয়ে প্রিয়াঙ্ক। এই অভিনেত্রী লিখেছেন, ‘তোমাকে ঘিরেই তো সব স্বপ্ন।’ স্বামী-স্ত্রীর এমন রসায়নে সরগরম সামাজিকমাধ্যম। বিয়ের সাত বছর পরও যে প্রেমে হাবুডুবু খাচ্ছেন তারকা দম্পতি, তা আর বলার অপেক্ষা রাখে না।





















