ঢাকা ১০:৫৮ এএম, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে ধারণকৃত ‘ইত্যাদি’ দেখা যাবে আজ

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৬:০৪:২৭ এএম, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৫১ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্ব প্রচার হবে আজ (৫ ডিসেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর। বিটিভিতে পর্বটি মূলত পুনঃপ্রচার হবে।

জানা গেছে, দেশের অন্যতম পর্যটন আকর্ষণ কক্সবাজার সমুদ্র সৈকতে ধারণ করা ইত্যাদির একটি সংকলিত পর্ব এটি।

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাশে একদিকে পাহাড় এবং অন্যদিকে সমুদ্র রেখে মাঝের সৈকতে নির্মাণ করা হয়েছিল ইত্যাদির এ পর্বের মঞ্চ। বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে দুটি। দ্বৈতকণ্ঠে একটি গান গেয়েছেন কক্সবাজারের সৈকতের শিল্পী জাহিদ এবং জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী। এছাড়াও এবারের পর্বে ২০০৬ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদি থেকে কণ্ঠশিল্পী হাসান, পান্থ কানাই ও মেহেদীর একটি গান সংকলন করা হয়েছে। গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর করেছেন মেহেদী। রয়েছেন চট্টগ্রামের যন্ত্রশিল্পী মিঠুন চক্র ও ইমতিয়াজ আলী জিমির পরিবেশনায় যন্ত্র সঙ্গীতের লীলামুখর খেলা সাগর সংলাপ।

এবারের পর্বেও থাকছে কয়েকটি হৃদয় ছোঁয়া প্রতিবেদন। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় স্থানগুলোর ওপর আছে বিশেষ প্রতিবেদন। এছাড়াও কুতুবদিয়ার বায়ুবিদ্যুৎ প্রকল্প, ঐতিহ্যবাহী বাতিঘর, লবণ চাষ, মহেষখালীর পান এবং কক্সবাজারের সবেচেয়ে বড় শুঁটকিপল্লী নাজিরারটেকের ওপর রয়েছে কিছু তথ্যভিত্তিক প্রতিবেদন।

পাশাপাশি ঠাকুরগাঁও জেলার এক নিভৃত পল্লীতে গড়ে তোলা একটি ব্যতিক্রমধর্মী জাদুঘর ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের’ ওপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন।

নানান সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রুপাত্মক নাট্যাংশও দেখানো হবে এ পর্বে। যথারীতি থাকছে নানি-নাতি, মামা-ভাগ্নে, দর্শক পর্ব ও চিঠিপত্র বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কক্সবাজারে ধারণকৃত ‘ইত্যাদি’ দেখা যাবে আজ

প্রকাশকাল ০৬:০৪:২৭ এএম, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্ব প্রচার হবে আজ (৫ ডিসেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর। বিটিভিতে পর্বটি মূলত পুনঃপ্রচার হবে।

জানা গেছে, দেশের অন্যতম পর্যটন আকর্ষণ কক্সবাজার সমুদ্র সৈকতে ধারণ করা ইত্যাদির একটি সংকলিত পর্ব এটি।

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাশে একদিকে পাহাড় এবং অন্যদিকে সমুদ্র রেখে মাঝের সৈকতে নির্মাণ করা হয়েছিল ইত্যাদির এ পর্বের মঞ্চ। বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে দুটি। দ্বৈতকণ্ঠে একটি গান গেয়েছেন কক্সবাজারের সৈকতের শিল্পী জাহিদ এবং জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী। এছাড়াও এবারের পর্বে ২০০৬ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদি থেকে কণ্ঠশিল্পী হাসান, পান্থ কানাই ও মেহেদীর একটি গান সংকলন করা হয়েছে। গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর করেছেন মেহেদী। রয়েছেন চট্টগ্রামের যন্ত্রশিল্পী মিঠুন চক্র ও ইমতিয়াজ আলী জিমির পরিবেশনায় যন্ত্র সঙ্গীতের লীলামুখর খেলা সাগর সংলাপ।

এবারের পর্বেও থাকছে কয়েকটি হৃদয় ছোঁয়া প্রতিবেদন। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় স্থানগুলোর ওপর আছে বিশেষ প্রতিবেদন। এছাড়াও কুতুবদিয়ার বায়ুবিদ্যুৎ প্রকল্প, ঐতিহ্যবাহী বাতিঘর, লবণ চাষ, মহেষখালীর পান এবং কক্সবাজারের সবেচেয়ে বড় শুঁটকিপল্লী নাজিরারটেকের ওপর রয়েছে কিছু তথ্যভিত্তিক প্রতিবেদন।

পাশাপাশি ঠাকুরগাঁও জেলার এক নিভৃত পল্লীতে গড়ে তোলা একটি ব্যতিক্রমধর্মী জাদুঘর ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের’ ওপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন।

নানান সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রুপাত্মক নাট্যাংশও দেখানো হবে এ পর্বে। যথারীতি থাকছে নানি-নাতি, মামা-ভাগ্নে, দর্শক পর্ব ও চিঠিপত্র বিভাগ।