জানা গেছে, দেশের অন্যতম পর্যটন আকর্ষণ কক্সবাজার সমুদ্র সৈকতে ধারণ করা ইত্যাদির একটি সংকলিত পর্ব এটি।
কক্সবাজারে ধারণকৃত ‘ইত্যাদি’ দেখা যাবে আজ
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৬:০৪:২৭ এএম, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৫১ পাঠক
এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে দুটি। দ্বৈতকণ্ঠে একটি গান গেয়েছেন কক্সবাজারের সৈকতের শিল্পী জাহিদ এবং জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী। এছাড়াও এবারের পর্বে ২০০৬ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদি থেকে কণ্ঠশিল্পী হাসান, পান্থ কানাই ও মেহেদীর একটি গান সংকলন করা হয়েছে। গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর করেছেন মেহেদী। রয়েছেন চট্টগ্রামের যন্ত্রশিল্পী মিঠুন চক্র ও ইমতিয়াজ আলী জিমির পরিবেশনায় যন্ত্র সঙ্গীতের লীলামুখর খেলা সাগর সংলাপ।
পাশাপাশি ঠাকুরগাঁও জেলার এক নিভৃত পল্লীতে গড়ে তোলা একটি ব্যতিক্রমধর্মী জাদুঘর ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের’ ওপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন।




















