ঢাকা ০১:২২ পিএম, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী বছর ইসরায়েলের সামরিক বাজেট ৩৪.৭ বিলিয়ন ডলার

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৫:১৮:৫১ এএম, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৭ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা অব্যাহত রাখা ইসরায়েল আগামী বছরের জন্য তাদের সামরিক বাজেট ৩৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে। শুধু সামরিক খাতে ইসরায়েলের এই ব্যয় বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের চেয়েও বেশি।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আগামী বছরের জন্য ইসরায়েল তাদের প্রতিরক্ষা বাজেট ১১২ বিলিয়ন শেকেল (৩৪ দশমিক ৭ বিলিয়ন ডলার) নির্ধারণ করেছে।

প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটজ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ প্রতিরক্ষা ব্যয়ের কাঠামো নিয়ে একমত হয়েছেন। ইসরায়েলের মন্ত্রিসভা আগামী বছরের বাজেট আলোচনা শুরু করেছে। এই বাজেট মার্চের মধ্যে অনুমোদিত না হলে নতুন নির্বাচনের দিকে যেতে হতে পারে।

অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের দপ্তর জানায়, ২০২৬ সালের প্রতিরক্ষা বাজেট ২০২৩ সালের তুলনায় ৪৭ বিলিয়ন শেকেল (১৪.৫ বিলিয়ন ডলার) বেশি।

গাজায় যুদ্ধ এবং লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলায় ২০২৪ সালে ইসরায়েলের ব্যয় হয়েছে ৩১ বিলিয়ন ডলার।

তুলনা করলে দেখা যায়, প্রতিরক্ষায় ইসরায়েলের বিপুল ব্যয় বাংলাদেশের মোট রিজার্ভের চেয়েও বেশি। গত ২৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুযায়ী, বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামী বছর ইসরায়েলের সামরিক বাজেট ৩৪.৭ বিলিয়ন ডলার

প্রকাশকাল ০৫:১৮:৫১ এএম, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা অব্যাহত রাখা ইসরায়েল আগামী বছরের জন্য তাদের সামরিক বাজেট ৩৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে। শুধু সামরিক খাতে ইসরায়েলের এই ব্যয় বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের চেয়েও বেশি।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আগামী বছরের জন্য ইসরায়েল তাদের প্রতিরক্ষা বাজেট ১১২ বিলিয়ন শেকেল (৩৪ দশমিক ৭ বিলিয়ন ডলার) নির্ধারণ করেছে।

প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটজ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ প্রতিরক্ষা ব্যয়ের কাঠামো নিয়ে একমত হয়েছেন। ইসরায়েলের মন্ত্রিসভা আগামী বছরের বাজেট আলোচনা শুরু করেছে। এই বাজেট মার্চের মধ্যে অনুমোদিত না হলে নতুন নির্বাচনের দিকে যেতে হতে পারে।

অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের দপ্তর জানায়, ২০২৬ সালের প্রতিরক্ষা বাজেট ২০২৩ সালের তুলনায় ৪৭ বিলিয়ন শেকেল (১৪.৫ বিলিয়ন ডলার) বেশি।

গাজায় যুদ্ধ এবং লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলায় ২০২৪ সালে ইসরায়েলের ব্যয় হয়েছে ৩১ বিলিয়ন ডলার।

তুলনা করলে দেখা যায়, প্রতিরক্ষায় ইসরায়েলের বিপুল ব্যয় বাংলাদেশের মোট রিজার্ভের চেয়েও বেশি। গত ২৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুযায়ী, বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার।