ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আগামী বছরের জন্য ইসরায়েল তাদের প্রতিরক্ষা বাজেট ১১২ বিলিয়ন শেকেল (৩৪ দশমিক ৭ বিলিয়ন ডলার) নির্ধারণ করেছে।
আগামী বছর ইসরায়েলের সামরিক বাজেট ৩৪.৭ বিলিয়ন ডলার
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৫:১৮:৫১ এএম, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৭ পাঠক
অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের দপ্তর জানায়, ২০২৬ সালের প্রতিরক্ষা বাজেট ২০২৩ সালের তুলনায় ৪৭ বিলিয়ন শেকেল (১৪.৫ বিলিয়ন ডলার) বেশি।
তুলনা করলে দেখা যায়, প্রতিরক্ষায় ইসরায়েলের বিপুল ব্যয় বাংলাদেশের মোট রিজার্ভের চেয়েও বেশি। গত ২৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুযায়ী, বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার।


























