ঢাকা ১০:৫৮ এএম, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গুগল সার্চে ভারতের ২ ও ৪ নম্বরে সাইয়ারা জুটি, শীর্ষে কে?

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৫:২৯:০৬ এএম, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৯ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শেষ হতে চলেছে ২০২৫ সাল। এমন পরিস্থিতিতে এ বছর গুগলে সবচেয়ে বেশি সার্চ করা তারকাদের তালিকা প্রকাশ করেছে গুগল ইন্ডিয়া। এই তালিকায় চারজন তারকা রয়েছেন, যার মধ্যে তিনজন অভিনেতা এবং একজন পডকাস্টার রয়েছেন।

এই তালিকার এক নম্বরে রয়েছেন সাইফ আলি খান। গত ফেব্রুয়ারিতে সাইফের বাড়িতে ঢুকে পড়ে এক চোর। সাইফ যখন তার ছেলে জাহাঙ্গীর আলি খানকে সেই অনুপ্রবেশকারীর হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন, তখন নায়ককে ছুরি দিয়ে নির্মমভাবে আঘাত করে ওই দুষ্কৃতী। হামলার পর বড় ছেলে তৈমুরকে নিয়ে অটোতে করে হাসপাতালে পৌঁছান সাইফ। এ ঘটনায় পর্দার হিরো থেকে হয়ে ওঠেন বাস্তবের হিরো। এই ঘটনার কারণেই তালিকায় এক নম্বরে সাইফ।

তালিকার দুই নম্বরে রয়েছেন আহান পান্ডে। এই বছর বলিউডের সবচেয়ে আলোচিত নায়ক তিনি। মোহিত সুরির সাইয়ারা সিনেমার মাধ্যমে দুই নতুন তারকা পেয়েছে বলিউড। শুধু আহান নন, তার সহ-শিল্পী অনিত পাড্ডাও এই তালিকায় চার নম্বরে স্থান পেয়েছেন।

চাঙ্কি পান্ডের ভাই চিকি পান্ডের ছেলে আহান, অনন্য়া পান্ডের চাচাতো ভাই। আহানের পারিবারিক ঐতিহ্য থেকে তার ব্যক্তিগত জীবন, সব নিয়েই ভক্তদের কৌতুহল তুঙ্গে। এ কারণেই এই তালিকায় দুই নম্বরে জায়গা করে নিতে পেরেছেন তিনি।

এই তালিকার তিন নম্বরে রয়েছেন রণবীর এলাহাবাদিয়া। এ বছর ব্যাপক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। ইউটিউবার সময় রায়নার রোস্টধর্মী এক কমেডি শো-তে বিচারক হিসাবে গিয়েছিলেন রণবীর। সেখানে তিনি একজন প্রতিযোগীকে তার বাবা-মার যৌনতা নিয়ে প্রশ্ন করেন। এই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়, তাকে ক্ষমা চাইতে হয় এবং আদালত কিছু সময়ের জন্য তার পডকাস্ট নিষিদ্ধ করেছিল। সুপ্রিম কোর্ট তাকে এই শর্তে পডকাস্ট শুরু করার অনুমতি দেয় যে তিনি এখন শালীনতা বজায় রাখবেন।

তালিকায় চার নম্বরে রয়েছেন বলিউডের নবাগত অভিনেত্রী অনিত পাড্ডা। ২০২২ সালে সালাম ভেঙ্কি সিনেমায় ছোট চরিত্রে অভিনয়  করেন। এরপর ২০২৪ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর ধারাবাহিক বিগ গার্লস ডোন্ট ক্রাই-এ তার প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। তবে চলতি বছরের সুপারহিট সাইয়ারা সিনেমার মাধ্যমে বলিউডে প্রধান চরিত্রে অভিষেক হয়। আর এই সিনেমার কারণেই তালিকায় স্থান পেয়েছেন অনিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গুগল সার্চে ভারতের ২ ও ৪ নম্বরে সাইয়ারা জুটি, শীর্ষে কে?

প্রকাশকাল ০৫:২৯:০৬ এএম, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
শেষ হতে চলেছে ২০২৫ সাল। এমন পরিস্থিতিতে এ বছর গুগলে সবচেয়ে বেশি সার্চ করা তারকাদের তালিকা প্রকাশ করেছে গুগল ইন্ডিয়া। এই তালিকায় চারজন তারকা রয়েছেন, যার মধ্যে তিনজন অভিনেতা এবং একজন পডকাস্টার রয়েছেন।

এই তালিকার এক নম্বরে রয়েছেন সাইফ আলি খান। গত ফেব্রুয়ারিতে সাইফের বাড়িতে ঢুকে পড়ে এক চোর। সাইফ যখন তার ছেলে জাহাঙ্গীর আলি খানকে সেই অনুপ্রবেশকারীর হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন, তখন নায়ককে ছুরি দিয়ে নির্মমভাবে আঘাত করে ওই দুষ্কৃতী। হামলার পর বড় ছেলে তৈমুরকে নিয়ে অটোতে করে হাসপাতালে পৌঁছান সাইফ। এ ঘটনায় পর্দার হিরো থেকে হয়ে ওঠেন বাস্তবের হিরো। এই ঘটনার কারণেই তালিকায় এক নম্বরে সাইফ।

তালিকার দুই নম্বরে রয়েছেন আহান পান্ডে। এই বছর বলিউডের সবচেয়ে আলোচিত নায়ক তিনি। মোহিত সুরির সাইয়ারা সিনেমার মাধ্যমে দুই নতুন তারকা পেয়েছে বলিউড। শুধু আহান নন, তার সহ-শিল্পী অনিত পাড্ডাও এই তালিকায় চার নম্বরে স্থান পেয়েছেন।

চাঙ্কি পান্ডের ভাই চিকি পান্ডের ছেলে আহান, অনন্য়া পান্ডের চাচাতো ভাই। আহানের পারিবারিক ঐতিহ্য থেকে তার ব্যক্তিগত জীবন, সব নিয়েই ভক্তদের কৌতুহল তুঙ্গে। এ কারণেই এই তালিকায় দুই নম্বরে জায়গা করে নিতে পেরেছেন তিনি।

এই তালিকার তিন নম্বরে রয়েছেন রণবীর এলাহাবাদিয়া। এ বছর ব্যাপক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। ইউটিউবার সময় রায়নার রোস্টধর্মী এক কমেডি শো-তে বিচারক হিসাবে গিয়েছিলেন রণবীর। সেখানে তিনি একজন প্রতিযোগীকে তার বাবা-মার যৌনতা নিয়ে প্রশ্ন করেন। এই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়, তাকে ক্ষমা চাইতে হয় এবং আদালত কিছু সময়ের জন্য তার পডকাস্ট নিষিদ্ধ করেছিল। সুপ্রিম কোর্ট তাকে এই শর্তে পডকাস্ট শুরু করার অনুমতি দেয় যে তিনি এখন শালীনতা বজায় রাখবেন।

তালিকায় চার নম্বরে রয়েছেন বলিউডের নবাগত অভিনেত্রী অনিত পাড্ডা। ২০২২ সালে সালাম ভেঙ্কি সিনেমায় ছোট চরিত্রে অভিনয়  করেন। এরপর ২০২৪ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর ধারাবাহিক বিগ গার্লস ডোন্ট ক্রাই-এ তার প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। তবে চলতি বছরের সুপারহিট সাইয়ারা সিনেমার মাধ্যমে বলিউডে প্রধান চরিত্রে অভিষেক হয়। আর এই সিনেমার কারণেই তালিকায় স্থান পেয়েছেন অনিত।