শুক্রবার (৫ ডিসেম্বর) লোহিত সাগর চলচ্চিত্র উৎসবে দীর্ঘ আলোচনায় অংশ নেন তিনি। সেখানে জেসিকা বলেন, চরিত্রের পরিচয় পুনরুদ্ধারের এক দৃশ্যে সম্পূর্ণ নগ্ন হয়ে উপস্থিত হতে হয়েছিল তাকে। সেই দৃশ্যটি তাকে গভীরভাবে অস্বস্তিতে ফেলেছিল।
অপমানজনক সেই দৃশ্য নিয়ে মুখ খুললেন জেসিকা
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৪:৪৪:৪০ এএম, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৩ পাঠক
এমন অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ওই চরিত্রে অভিনয়কে তিনি স্মরণীয় বলে জানান। তার ভাষ্য, চরিত্রটি সেই সময়ে নারীদের নিয়ে তৈরি এক সিনেমায় নতুন দৃষ্টিভঙ্গি এনেছিল। ‘চরিত্রটি ছিল দয়ালু, মাতৃত্বপূর্ণ এবং একই সঙ্গে নিজের কথা বলতে জানা এক নারী। এমন একজন চরিত্র সব শিল্পীর জন্যই অনুপ্রেরণা।
এ ছাড়াও তিনি সৌদি আরবীয় পরিচিত পরিচালক হাইফা আল মানসুরের সঙ্গে একটি আবেগঘন গল্পে কাজ করছেন। যেখানে উঠে আসবে- এক বৃদ্ধ অভিভাবক এবং কন্যার সম্পর্ক নিয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প।





















