ঢাকা ০২:৩১ পিএম, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অপমানজনক সেই দৃশ্য নিয়ে মুখ খুললেন জেসিকা

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৪:৪৪:৪০ এএম, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৩ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
টিম স্টোরি পরিচালিত এক বিখ্যাত সুপারহিরো সিনেমায় অভিনয় করতে গিয়ে মন্দ অভিজ্ঞতা হয়েছিল মার্কিন অভিনেত্রী জেসিকা অ্যালবার। অপমানজনক একটি নগ্ন দৃশ্যে অভিনয় করেছিলেন বলে জানান তিনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) লোহিত সাগর চলচ্চিত্র উৎসবে দীর্ঘ আলোচনায় অংশ নেন তিনি। সেখানে জেসিকা বলেন, চরিত্রের পরিচয় পুনরুদ্ধারের এক দৃশ্যে সম্পূর্ণ নগ্ন হয়ে উপস্থিত হতে হয়েছিল তাকে। সেই দৃশ্যটি তাকে গভীরভাবে অস্বস্তিতে ফেলেছিল।

অভিনেত্রীর কথায়, এটি আমার সবচেয়ে অপছন্দের দৃশ্য ছিল। বাস্তব জীবনেও এটি খুবই অপমানজনক ছিল। আমি সংরক্ষিত পরিবেশে বেড়ে উঠেছি এবং স্বভাবতই বিনয়ী মানুষ। সেই দৃশ্যটির জন্য আমি সপ্তাহখানেক দুশ্চিন্তায় ছিলাম। সেই দিনের স্মৃতি আজও আমাকে ব্যথা দেয়।

এমন অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ওই চরিত্রে অভিনয়কে তিনি স্মরণীয় বলে জানান। তার ভাষ্য, চরিত্রটি সেই সময়ে নারীদের নিয়ে তৈরি এক সিনেমায় নতুন দৃষ্টিভঙ্গি এনেছিল। ‘চরিত্রটি ছিল দয়ালু, মাতৃত্বপূর্ণ এবং একই সঙ্গে নিজের কথা বলতে জানা এক নারী। এমন একজন চরিত্র সব শিল্পীর জন্যই অনুপ্রেরণা।

এসময় নতুন কাজের ব্যাপারে জেসিকা অ্যালবা জানান, পরিচালক রবার্তো রদরিগেজের সঙ্গে একটি নতুন সিনেমা তৈরির পরিকল্পনা করছেন। তিনি বলেন, এটি হবে পরিবারের আবেশে তৈরি এক রোমাঞ্চকর কমেডি সিনেমা। এতে সম্পূর্ণ ঐতিহ্যবাহী বর্ণের অভিনেতাদের নিয়ে কাজ করা হবে। আমরা বর্তমানে সিনেমাটির প্রস্তাবনা নিয়ে কাজ করছি।

এ ছাড়াও তিনি সৌদি আরবীয় পরিচিত পরিচালক হাইফা আল মানসুরের সঙ্গে একটি আবেগঘন গল্পে কাজ করছেন। যেখানে উঠে আসবে- এক বৃদ্ধ অভিভাবক এবং কন্যার সম্পর্ক নিয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অপমানজনক সেই দৃশ্য নিয়ে মুখ খুললেন জেসিকা

প্রকাশকাল ০৪:৪৪:৪০ এএম, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
টিম স্টোরি পরিচালিত এক বিখ্যাত সুপারহিরো সিনেমায় অভিনয় করতে গিয়ে মন্দ অভিজ্ঞতা হয়েছিল মার্কিন অভিনেত্রী জেসিকা অ্যালবার। অপমানজনক একটি নগ্ন দৃশ্যে অভিনয় করেছিলেন বলে জানান তিনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) লোহিত সাগর চলচ্চিত্র উৎসবে দীর্ঘ আলোচনায় অংশ নেন তিনি। সেখানে জেসিকা বলেন, চরিত্রের পরিচয় পুনরুদ্ধারের এক দৃশ্যে সম্পূর্ণ নগ্ন হয়ে উপস্থিত হতে হয়েছিল তাকে। সেই দৃশ্যটি তাকে গভীরভাবে অস্বস্তিতে ফেলেছিল।

অভিনেত্রীর কথায়, এটি আমার সবচেয়ে অপছন্দের দৃশ্য ছিল। বাস্তব জীবনেও এটি খুবই অপমানজনক ছিল। আমি সংরক্ষিত পরিবেশে বেড়ে উঠেছি এবং স্বভাবতই বিনয়ী মানুষ। সেই দৃশ্যটির জন্য আমি সপ্তাহখানেক দুশ্চিন্তায় ছিলাম। সেই দিনের স্মৃতি আজও আমাকে ব্যথা দেয়।

এমন অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ওই চরিত্রে অভিনয়কে তিনি স্মরণীয় বলে জানান। তার ভাষ্য, চরিত্রটি সেই সময়ে নারীদের নিয়ে তৈরি এক সিনেমায় নতুন দৃষ্টিভঙ্গি এনেছিল। ‘চরিত্রটি ছিল দয়ালু, মাতৃত্বপূর্ণ এবং একই সঙ্গে নিজের কথা বলতে জানা এক নারী। এমন একজন চরিত্র সব শিল্পীর জন্যই অনুপ্রেরণা।

এসময় নতুন কাজের ব্যাপারে জেসিকা অ্যালবা জানান, পরিচালক রবার্তো রদরিগেজের সঙ্গে একটি নতুন সিনেমা তৈরির পরিকল্পনা করছেন। তিনি বলেন, এটি হবে পরিবারের আবেশে তৈরি এক রোমাঞ্চকর কমেডি সিনেমা। এতে সম্পূর্ণ ঐতিহ্যবাহী বর্ণের অভিনেতাদের নিয়ে কাজ করা হবে। আমরা বর্তমানে সিনেমাটির প্রস্তাবনা নিয়ে কাজ করছি।

এ ছাড়াও তিনি সৌদি আরবীয় পরিচিত পরিচালক হাইফা আল মানসুরের সঙ্গে একটি আবেগঘন গল্পে কাজ করছেন। যেখানে উঠে আসবে- এক বৃদ্ধ অভিভাবক এবং কন্যার সম্পর্ক নিয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প।