দক্ষিণ কোরিয়া যে এ টুর্নামেন্টে বহুবারের অভিজ্ঞ দল তা মাঠে নামার আগেই সবার জানা। অন্যদিকে বিশ্বকাপের নবাগত বাংলাদেশ। গ্রুপ পর্বে দুই দলের প্রথম সাক্ষাতে ৩-৩ গোলের ড্র; সেদিনও হ্যাটট্রিক করেছিলেন আমিরুল। এবারও তার জাদুতে পরাস্ত হলো পূর্ব এশিয়ার পরাশক্তি।
আমিরুলের আরেকটি হ্যাটট্রিকে কোরিয়াকে হারাল বাংলাদেশ
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৪:৪১:৪০ এএম, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৩ পাঠক
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি স্ট্রোক থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন আমিরুল স্কোর ৩-২। কোরিয়া এরপরও সমতা ফেরানোর সুযোগ পেয়েছে, কিন্তু বাংলাদেশি রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় বাঁধা পেরোতে পারেনি। শেষ কোয়ার্টারে ওবায়দুল জয়ের গোল দলকে আরও এগিয়ে দেয়, যদিও দুই মিনিট পর লি-ও তার হ্যাটট্রিক পূর্ণ করেন। আক্রমণে মরিয়া হয়ে ওঠে কোরিয়া। শেষ পাঁচ মিনিটে বারবার চাপ তৈরি করলেও অতিরিক্ত গোল আসেনি। উল্টো যোগ করা সময়ের আগমুহূর্তে রাকিবুল হাসানের দুর্দান্ত শট বাংলাদেশকে এনে দেয় নিশ্চিত জয়।
সব আলোচনা ছাপিয়ে যে নামটি এখন বিশ্বকাপজুড়ে শিরোনাম সে হলো আমিরুল ইসলাম। মাত্র পাঁচ ম্যাচে ১৫ গোল, তাও চার ম্যাচে হ্যাটট্রিক! ধারাবাহিক পারফরম্যান্সে তিনি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। টানা দুটি ম্যাচে পেয়েছেন ম্যাচ সেরা পুরস্কারও।

























