ঢাকা ০২:০০ পিএম, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি: খোকন

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৪:৩০:১৯ এএম, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৪ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি। দেশ মায়ের পরীক্ষায় তিনি একশতে ৯৯ পাননি, একশতে একশ পেয়েছেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ইচ্ছা করলে অনেক বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। তিনি দেশের স্বার্থে, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করেছেন। তিনি ব্যক্তিগত ভোগবিলাসকে তুচ্ছ মনে করেছেন।

শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে চেম্বারের মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খায়রুল কবির খোকন।

তিনি বলেন, দেশনেত্রী গণতন্ত্রের পক্ষে কথা বলায়, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে ৩৬টি মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। ক্যাঙ্গারু আদালতে ফরমায়েসি রায় দেওয়া হয়েছে। তাকে পরিত্যাক্ত ও জরাজীর্ণ কারাগারে রাখা হয়েছে। তাকে সেখানে ছয়টি বছর বিনাকারণে বিনা অপরাধে নির্যাতন করা হয়েছে। তাকে ঠুনকো আইনি ব্যাখ্যা দিয়ে বিদেশে উন্নত চিকিসা নিতে দেওয়া হয়নি। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি) বলেন, সারাদেশে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হচ্ছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম শিশুদের মাধ্যমে কোরআন খতম দিয়েছি। আমরা দোয়া করি দেশনেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

দোয়া মাহফিলে আরও অংশগ্রহণ করেন—জেলা বিএনপির সহসভাপতি এমএ জলিল, হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সালেহ রিকাবদার প্রমুখ।

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ  মোনাজাত পরিচালনা করেন মুফতি মাজহারুল ইসলাম মাজহারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি: খোকন

প্রকাশকাল ০৪:৩০:১৯ এএম, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি। দেশ মায়ের পরীক্ষায় তিনি একশতে ৯৯ পাননি, একশতে একশ পেয়েছেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ইচ্ছা করলে অনেক বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। তিনি দেশের স্বার্থে, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করেছেন। তিনি ব্যক্তিগত ভোগবিলাসকে তুচ্ছ মনে করেছেন।

শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে চেম্বারের মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খায়রুল কবির খোকন।

তিনি বলেন, দেশনেত্রী গণতন্ত্রের পক্ষে কথা বলায়, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে ৩৬টি মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। ক্যাঙ্গারু আদালতে ফরমায়েসি রায় দেওয়া হয়েছে। তাকে পরিত্যাক্ত ও জরাজীর্ণ কারাগারে রাখা হয়েছে। তাকে সেখানে ছয়টি বছর বিনাকারণে বিনা অপরাধে নির্যাতন করা হয়েছে। তাকে ঠুনকো আইনি ব্যাখ্যা দিয়ে বিদেশে উন্নত চিকিসা নিতে দেওয়া হয়নি। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি) বলেন, সারাদেশে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হচ্ছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম শিশুদের মাধ্যমে কোরআন খতম দিয়েছি। আমরা দোয়া করি দেশনেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

দোয়া মাহফিলে আরও অংশগ্রহণ করেন—জেলা বিএনপির সহসভাপতি এমএ জলিল, হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সালেহ রিকাবদার প্রমুখ।

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ  মোনাজাত পরিচালনা করেন মুফতি মাজহারুল ইসলাম মাজহারী।