তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ইচ্ছা করলে অনেক বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। তিনি দেশের স্বার্থে, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করেছেন। তিনি ব্যক্তিগত ভোগবিলাসকে তুচ্ছ মনে করেছেন।
খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি: খোকন
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৪:৩০:১৯ এএম, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৪ পাঠক
তিনি বলেন, দেশনেত্রী গণতন্ত্রের পক্ষে কথা বলায়, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে ৩৬টি মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। ক্যাঙ্গারু আদালতে ফরমায়েসি রায় দেওয়া হয়েছে। তাকে পরিত্যাক্ত ও জরাজীর্ণ কারাগারে রাখা হয়েছে। তাকে সেখানে ছয়টি বছর বিনাকারণে বিনা অপরাধে নির্যাতন করা হয়েছে। তাকে ঠুনকো আইনি ব্যাখ্যা দিয়ে বিদেশে উন্নত চিকিসা নিতে দেওয়া হয়নি। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
দোয়া মাহফিলে আরও অংশগ্রহণ করেন—জেলা বিএনপির সহসভাপতি এমএ জলিল, হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সালেহ রিকাবদার প্রমুখ।


























