ইয়ামাগামি ২০২২ সালের জুলাইয়ে নারা শহরে নির্বাচনী প্রচারের সময় ঘরোয়া অস্ত্র দিয়ে গুলি করে আবেকে হত্যা করেন। কঠোর অস্ত্র আইন এবং কম অপরাধের দেশে এই হত্যাকাণ্ড জাপানজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি করে।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবেকে খুনের কারণ জানাল হত্যাকারী
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৪:৩৫:৩৫ এএম, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৩ পাঠক
আগে থেকেই হত্যার দায় স্বীকার করা ইয়ামাগামি বলেন, আসলে যা করেছি, তা ঠিকই করেছি। কিন্তু আবে পরিবারের প্রতি কষ্ট দেওয়ার কোনো অজুহাত নেই।
ইউনিফিকেশন চার্চকে ঘিরে জাপানে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সমালোচকেরা দীর্ঘদিন ধরেই সংগঠনটির আর্থিক কার্যক্রম, সদস্য নিয়ন্ত্রণ ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলে আসছেন। আদালত ইতোমধ্যে চার্চ ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে, যদিও সংগঠনটি আপিলের ঘোষণা দিয়েছে।
সোর্স: দ্য ইন্ডিপেনডেন্ট


























