ঢাকা ০৬:৩৮ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এক-দুই সপ্তাহে পাঁচ ব্যাংকের আমানত ফেরত

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৭:০১:০১ এএম, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৩ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংকের সংযুক্তি প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে এবং এক-দুই সপ্তাহের মধ্যেই এসব ব্যাংকের আমানতকারীরা তাদের জমা অর্থ ফেরত পেতে শুরু করবেন। ইতোমধ্যে ডিপোজিট গ্যারান্টি ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকায় উন্নীত করা হয়েছে।

সরকারের এ উদ্যোগের ফলে পাঁচ ব্যাংকের গ্রাহকসহ মোট ৭৬ লাখ পরিবার তাদের সঞ্চয় ফেরত পাওয়ার সুযোগ পাবেন।

এ ছাড়া নতুন সমন্বিত ব্যাংকটি প্রথম বা দ্বিতীয় বছরেই মুনাফার মুখ দেখবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন গভর্নর।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ স্টেট অব দ্য ইকোনমি ২০২৫’ এবং ‘এসডিজি অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ প্রকাশনা সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। অনুষ্ঠানে বিভিন্ন তথ্য তুলে ধরেন কয়েকজন নীতিনির্ধারক ও অর্থনীতিবিদ।

সম্মিলিত ইসলামী ব্যাংকে এমডি নিয়োগের বিজ্ঞপ্তি : এদিকে শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের একীভূত নতুন প্রতিষ্ঠান সম্মিলিত ইসলামী ব্যাংকে এমডি নিয়োগ দেবে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

এতে বলা হয়েছে, আগ্রহীরা ২২ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যাংকিং বা ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিএফএ, এফসিএ, সিএমএ, সিপিএ, এসিসিএ, এআইবিবি বা আন্তর্জাতিক ইসলামিক ফাইন্যান্স সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক-দুই সপ্তাহে পাঁচ ব্যাংকের আমানত ফেরত

প্রকাশকাল ০৭:০১:০১ এএম, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংকের সংযুক্তি প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে এবং এক-দুই সপ্তাহের মধ্যেই এসব ব্যাংকের আমানতকারীরা তাদের জমা অর্থ ফেরত পেতে শুরু করবেন। ইতোমধ্যে ডিপোজিট গ্যারান্টি ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকায় উন্নীত করা হয়েছে।

সরকারের এ উদ্যোগের ফলে পাঁচ ব্যাংকের গ্রাহকসহ মোট ৭৬ লাখ পরিবার তাদের সঞ্চয় ফেরত পাওয়ার সুযোগ পাবেন।

এ ছাড়া নতুন সমন্বিত ব্যাংকটি প্রথম বা দ্বিতীয় বছরেই মুনাফার মুখ দেখবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন গভর্নর।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ স্টেট অব দ্য ইকোনমি ২০২৫’ এবং ‘এসডিজি অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ প্রকাশনা সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। অনুষ্ঠানে বিভিন্ন তথ্য তুলে ধরেন কয়েকজন নীতিনির্ধারক ও অর্থনীতিবিদ।

সম্মিলিত ইসলামী ব্যাংকে এমডি নিয়োগের বিজ্ঞপ্তি : এদিকে শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের একীভূত নতুন প্রতিষ্ঠান সম্মিলিত ইসলামী ব্যাংকে এমডি নিয়োগ দেবে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

এতে বলা হয়েছে, আগ্রহীরা ২২ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যাংকিং বা ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিএফএ, এফসিএ, সিএমএ, সিপিএ, এসিসিএ, এআইবিবি বা আন্তর্জাতিক ইসলামিক ফাইন্যান্স সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন