সরকারের এ উদ্যোগের ফলে পাঁচ ব্যাংকের গ্রাহকসহ মোট ৭৬ লাখ পরিবার তাদের সঞ্চয় ফেরত পাওয়ার সুযোগ পাবেন।
এক-দুই সপ্তাহে পাঁচ ব্যাংকের আমানত ফেরত
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৭:০১:০১ এএম, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৩ পাঠক
সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ স্টেট অব দ্য ইকোনমি ২০২৫’ এবং ‘এসডিজি অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ প্রকাশনা সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। অনুষ্ঠানে বিভিন্ন তথ্য তুলে ধরেন কয়েকজন নীতিনির্ধারক ও অর্থনীতিবিদ।
সম্মিলিত ইসলামী ব্যাংকে এমডি নিয়োগের বিজ্ঞপ্তি : এদিকে শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের একীভূত নতুন প্রতিষ্ঠান সম্মিলিত ইসলামী ব্যাংকে এমডি নিয়োগ দেবে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন


























