আয়োজকদের একের পর এক অপেশাদার আচরণের কারণে আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের ম্যাচটি স্থগিত ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে আয়োজক প্রতিষ্ঠান ‘এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর অনুকূলে জাতীয় স্টেডিয়ামের বরাদ্দও সাময়িকভাবে বাতিল করা হয়েছে।
সাংবাদিক হেনস্তা ও শর্তভঙ্গ: স্থগিত লাতিন-বাংলা কাপের ম্যাচ
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৭:০৭:৫৮ এএম, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৭ পাঠক
এনএসসির অসন্তোষের মূল কারণগুলোর মধ্যে অন্যতম হলো আর্থিক অস্বচ্ছতা। শর্ত অনুযায়ী, প্রতিটি ম্যাচ শুরুর আগেই টিকিট বিক্রির পূর্ণাঙ্গ হিসাব এবং মোট আয়ের ৫০ শতাংশ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার কথা ছিল। একই নিয়ম প্রযোজ্য ছিল স্পন্সরশিপ ও সম্প্রচার স্বত্বের ক্ষেত্রেও।
তবে পরিস্থিতির চূড়ান্ত অবনতি ঘটে গত ৮ ডিসেম্বরের ম্যাচে। সেদিন আয়োজকদের কয়েকজন উশৃঙ্খল সদস্য পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর শারীরিক হামলা চালায়। ক্রীড়াঙ্গনে তীব্র ক্ষোভের জন্ম দেওয়া এই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে আখ্যা দিয়েছে এনএসসি।
নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্ত পূরণ না হলে টুর্নামেন্টের বাকি অংশের ভবিষ্যৎ নিয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সব মিলিয়ে আয়োজকদের অদক্ষতা ও বিতর্কের কারণে টুর্নামেন্টটি এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে।
























