এবার গৌরীর সঙ্গে এই অপ্রত্যাশিত প্রেম নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন আমির নিজেই।
৬০ বছরে ‘অপ্রত্যাশিত’ সম্পর্ক নিয়ে কী বললেন আমির?
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৭:১৫:৩০ এএম, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৩ পাঠক
আমিরের কথায়, আমি কখনও ভাবিনি যে, আমি আমার জীবনে ফের এমন কাউকে পাব। আমার মনে হয়েছিল বাকিটা পথ হয়তো আমাকে একাই চলতে হবে। কিন্তু গৌরীর সঙ্গে দেখা হওয়ার পর পাল্টে যায় পুরো পরিস্থিতিই। গৌরী আমার জীবনে স্থিরতা নিয়ে এসেছে।
উল্লেখ্য, ১৯৮৬ সালে বিয়ে হয়েছিল আমির ও রিনার। সেই বিবাহিত জীবনে তারা ইতি টানেন ২০০২ সালে। দীর্ঘ ১৬ বছরের বিবাহিত জীবনে শেষ হয় তাদের। পরবর্তীতে কিরণের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আমির। সেই বিয়েতেও ২০২১ সালে এসে দাঁড়ি টানেন আমির ও কিরণ। কিন্তু বিয়ে না টিকলেও রিনা ও কিরণ দু’জনের সঙ্গেই ভালো সম্পর্ক আমিরের।





















