দীর্ঘ দুই দশক ধরে চলচ্চিত্র নির্মাণ থেকে দূরে আছেন এই গুণী নির্মাতা। তবে হৃদয়ের টানে মাঝেমধ্যে বিএফডিসিতে বেড়াতে আসেন তিনি। কিন্তু চিরচেনা জায়গায় এসে জাগে আক্ষেপ-স্মৃতির চেয়ে বিস্মৃতি যেন তাকে বেশি ঘিরে ধরে।
‘কোনো অ্যাওয়ার্ড পাইনি, মানুষের ভালোবাসাই আমার অ্যাওয়ার্ড’
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০২:৩৩:০৫ এএম, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ২ পাঠক
‘দোস্ত দুশমন’ ছিল দেশের প্রথম পূর্ণাঙ্গ অ্যাকশনধর্মী সিনেমার মধ্যে অন্যতম। এ বিষয়ে দেওয়ান নজরুল বলেন, তখন সিনেমাটির সেন্সর প্রিন্ট পর্যন্ত নির্মাণ ব্যয় ছিল ১২ লাখ টাকা। মুক্তির পর সারাদেশে দারুণ ব্যবসা করে। তখন সামাজিক বা পারিবারিক সিনেমা বেশি হতো। ‘দোস্ত দুশমন’ অ্যাকশন ধারার নতুন ট্রেন্ড তৈরি করে। চলচ্চিত্রে নতুন এক ডাইমেনশন আসে।
নিজের সৃজনশীলতা প্রসঙ্গে দেওয়ান নজরুল বলেন, তখন আমি সিনেমার দৃশ্য মাথায় রেখে গান লিখতাম। প্রতিটি গান ছিল আলাদা স্টাইলে।
খানিকটা আফসোস করে দেওয়ান নজরুল বলেন, আমার প্রতিটি সিনেমা ব্যবসা করেছে। দেশের সাধারণ মানুষ এসব সিনেমা দেখেছে। তারা আমাকে ভালোবেসেছে- এটাই আমার আসল পুরস্কার। শত শত গান লিখেছি; আজও মানুষ সেগুলো শোনে। মানুষের জন্য কাজ করেছি, মানুষের ভালোবাসাই আমার অ্যাওয়ার্ড।






















