মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অবসরপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশ পুনর্গঠন সম্ভব নয়, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের উদ্দেশে তারেক রহমান
- প্রকাশকাল ০২:১৭:৩৬ এএম, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ১ পাঠক
দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান অভিযোগ করেন যে, ডিফেন্সসহ বিভিন্ন খাতকে রাজনীতিকরণ করা হয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, “পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। সুতরাং আমাদের দায়িত্ব এই ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা।”
সেনাবাহিনীর সঙ্গে জিয়া পরিবারের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, “জিয়া পরিবারের সাথে দূরত্ব তৈরি করতে স্বৈরাচার ডিফেন্স সদস্যদের মধ্যে জিয়া পরিবার সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি করতে চেয়েছিল। অসুস্থ আম্মা সেনাকুঞ্জের অনুষ্ঠানে গিয়েছিলেন। ডাক্তাররা তাকে যেতে নিষেধ করেছিলেন। তবু তিনি গেছেন, কারণ, সেনাবাহিনীর সঙ্গে আমাদের সম্পর্কটা আত্মিক।”
এ সময় উপস্থিত সাদিক হাসান রুমি জবাব দেন, “জি আছি”।
এর জবাবে মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমি বলেন, “আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। যেটা বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ, আই উইল রিমেম্বার ইট।”
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, পূর্বনির্ধারিত এই বৈঠকে ১০১ জন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সভা পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীসহ অন্য নেতারা বক্তব্য দেন।


























