ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। সেই মঞ্চে ভালো করতে খেলোয়াড়দের নিয়মিত প্রতিযোগিতায় রাখতেই দ্রুত লিগ আয়োজনের পথ বেছে নিয়েছে বাফুফে।
ডিসেম্বরেই শুরু হবে নারী প্রিমিয়ার লিগ
- প্রকাশকাল ০২:২৭:০৭ এএম, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ১ পাঠক
এবারের নারী লিগে প্রথমবার যোগ দিচ্ছে কয়েকটি নতুন দল; বিকেএসপি এফসি, আনসার, পুলিশ এফসি এবং একটি কর্পোরেট দল (রাজশাহী ওয়ারিয়র্স/স্টার্স)। পাশাপাশি পূর্বের মৌসুমের নিয়মিত পাঁচ দলও থাকছে। ক্লাবগুলোকে দুই সপ্তাহের প্রস্তুতিসময় দেওয়া হলেও তারা চার সপ্তাহ চেয়েছিল। বাফুফের লক্ষ্য ডিসেম্বরের শেষ সপ্তাহে লিগ শুরু করা এবং জানুয়ারির শেষ দিনেই তা শেষ করা, কারণ ১ ফেব্রুয়ারি থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ‘মিশন অস্ট্রেলিয়া’কে সামনে রেখে।
যুব উন্নয়নকে গুরুত্ব দিতে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়দের সেরা একাদশে রাখাকে বাধ্যতামূলক করা হয়েছে। তারা বদলি হলে তাদের স্থলাভিষিক্ত খেলোয়াড়ও একই বয়সভিত্তিক হতে হবে।
ক্লাবগুলো সর্বোচ্চ দুই বিদেশি ফুটবলার নিবন্ধন ও মাঠে নামানোর সুযোগ পাবে। এজন্য ফিফা টিএমএস ও ফিফা কানেক্ট সিস্টেমে নিবন্ধন বাধ্যতামূলক।
বসুন্ধরা কিংস অংশ নেবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নন ফাহাদ করিম। তিনি জানান, ওমেন্স উইং সব ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছে, তবে নতুন মৌসুমে কেবল পুলিশ এফসি আগ্রহ দেখিয়েছে।
নারী ফ্র্যাঞ্চাইজি লিগ সম্পর্কেও কথা বলেন ফাহাদ করিম। তিনি জানান, বাফুফে এ ধরনের লিগ চালুর পরিকল্পনা করেছে, তবে সময়ের সীমাবদ্ধতায় এই মৌসুমে তা সম্ভব নয়। ২০২৬-২৭ মৌসুম থেকে দুই টায়ারের লিগ (প্রিমিয়ার ও ফার্স্ট ডিভিশন) করার লক্ষ্য রয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি সহায়ক হলে ফ্র্যাঞ্চাইজি ফরম্যাটেও লিগ আয়োজন করা হতে পারে।
শেষে ফাহাদ করিম বলেন, ‘আমরা মেয়েদের জন্য নিয়মিত, প্রতিযোগিতামূলক ও দীর্ঘমেয়াদি লিগ চাই, যাতে তারা নির্দিষ্ট সময় ধরে ম্যাচ খেলতে পারে, আয় করতে পারে ও নিজেদের উন্নতি ঘটাতে পারে। আপাতত আমাদের প্রধান লক্ষ্য; এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই লিগকে সফলভাবে আয়োজন করা।’
























