মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও ও ঝর্ণা স্পটের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
দেশের চলচ্চিত্রকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারলে নিজেরাই সম্মানিত হবো: মাহফুজ আলম
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০২:৩৩:৫১ এএম, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ২ পাঠক
অনুদানের সিনেমার বিষয়ে মাহফুজ আলম বলেন, আমরা ভালো সিনেমাকে অনুদান দিব। বাণিজ্যিক আর আপনি অবাণিজ্যিক কোন ধারায় অনুদানকে বিভক্ত করতে চাই না। বাণিজ্যিক ও অবাণিজ্যিক সব ভালো সিনেমাকেই আমরা অনুদান দিব।
তিনি আরও বলেন, সামনে এই এফডিসিতে এসে কেউ শুটিং করবেন না, শুটিং করবেন কবিরপুর ফিল্ম সিটিতে। এফডিসির এই জায়গাটা থাকবে গবেষণার জন্য। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন বলে আমি আশাবাদী।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা আইরিন, জলি, প্রার্থনা ফারদিন দিঘী, মডেল অভিনেত্রী শখ, চিত্রনায়ক জয় চৌধুরী, শিপন মিত্র। এছাড়া গান পরিবেশন করেন মৌসুমী ও ইথুন বাবুর দল।






















