সোমবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এই ফলাফলে গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালিস্ট দুই দল চূড়ান্ত হয়ে গেল। টানা দুই জয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা উঠে গেল শেষ চারে, অন্যদিকে দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল আফগানিস্তান ও নেপাল।
আফগানিস্তানের বিদায়, বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে শ্রীলঙ্কা
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৭:১৬:৫২ এএম, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৮ পাঠক
জবাবে রান তাড়ায় বিরান সামুদিথার ৬২ রানের ইনিংসে ভর করে এগোতে থাকে শ্রীলঙ্কা। তবে শেষ দিকে ম্যাচ জমে ওঠে। কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন হিনাটিগালা। বল হাতে ২ উইকেটের পর ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে।























