মঙ্গলবার সাইমন্ডস স্টেডিয়ামে রেনেগেডসের ইনিংসের ১৮তম ওভারে ঘটে সেই নাটকীয় ঘটনা। ওই ওভারে টিম সেইফার্ট ও অলি পিকেকে পরপর দুটি কোমর উচ্চতার ফুলটস (বিমার) ছুড়ে বসেন শাহিন। আম্পায়াররা ডেলিভারিগুলোকে ব্যাটারদের জন্য ‘বিপজ্জনক’ হিসেবে গণ্য করেন এবং নিয়ম অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে বোলিং থেকে সরিয়ে দেন। ওভারের বাকি দুটি বল করতে হয় হিটের অধিনায়ক নাথান ম্যাকসুইনিকে।
বিগ ব্যাশে দুঃস্বপ্নের অভিষেক, বিপজ্জনক বোলিংয়ের দায়ে নিষিদ্ধ শাহিন
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৭:১৭:৩৩ এএম, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ১২ পাঠক
অথচ অনেক প্রত্যাশা নিয়েই বিবিএলে এসেছিলেন শাহিন। নিজের দ্বিতীয় ওভারে টানা তিনটি ডট বল দিয়ে ভালো কিছুর ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু ১৩তম ওভারে ‘পাওয়ার সার্জ’ চলাকালীন ১৯ রান দিয়ে খেই হারিয়ে ফেলেন তিনি।
একই ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশ অভিষেক হয় আরেক পাকিস্তানি তারকা মোহাম্মদ রিজওয়ানের। তবে তিনিও ব্যর্থতার বৃত্তে বন্দি ছিলেন। ১০ বল খেলে মাত্র ৪ রান করে স্পিনার প্যাডি দুলির শিকার হন তিনি।























