ঢাকা ০২:০৮ এএম, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিগ ব্যাশে দুঃস্বপ্নের অভিষেক, বিপজ্জনক বোলিংয়ের দায়ে নিষিদ্ধ শাহিন

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৭:১৭:৩৩ এএম, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ১২ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিগ ব্যাশ লিগে (বিবিএল) শাহিন শাহ আফ্রিদির অভিষেকটা হলো দুঃস্বপ্নের মতো। বল হাতে রান খরচ করেছেন দেদারসে, উইকেটের দেখা পাননি, আর শেষমেশ ‘বিপজ্জনক বোলিং’-এর দায়ে আম্পায়ার তাকে বোলিং থেকেই সরিয়ে দিয়েছেন। সব মিলিয়ে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ব্রিসবেন হিটের হয়ে নিজের প্রথম ম্যাচটি হয়তো ভুলে যেতেই চাইবেন পাকিস্তানের এই পেসার।

মঙ্গলবার সাইমন্ডস স্টেডিয়ামে রেনেগেডসের ইনিংসের ১৮তম ওভারে ঘটে সেই নাটকীয় ঘটনা। ওই ওভারে টিম সেইফার্ট ও অলি পিকেকে পরপর দুটি কোমর উচ্চতার ফুলটস (বিমার) ছুড়ে বসেন শাহিন। আম্পায়াররা ডেলিভারিগুলোকে ব্যাটারদের জন্য ‘বিপজ্জনক’ হিসেবে গণ্য করেন এবং নিয়ম অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে বোলিং থেকে সরিয়ে দেন। ওভারের বাকি দুটি বল করতে হয় হিটের অধিনায়ক নাথান ম্যাকসুইনিকে।

বিষণ্ণ হাসিতে মাঠ ছাড়ার সময় শাহিনের নামের পাশে তখন ২.৪ ওভারে ৪৩ রান, উইকেটের ঘর শূন্য। তাঁর ইকোনমি রেট ছিল ১৬.১০! নিজের এই সংক্ষিপ্ত ও অসম্পূর্ণ স্পেলে তিনি তিনটি নো বল এবং দুটি ওয়াইড দিয়ে দলের বিপদ আরও বাড়িয়ে দেন।

অথচ অনেক প্রত্যাশা নিয়েই বিবিএলে এসেছিলেন শাহিন। নিজের দ্বিতীয় ওভারে টানা তিনটি ডট বল দিয়ে ভালো কিছুর ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু ১৩তম ওভারে ‘পাওয়ার সার্জ’ চলাকালীন ১৯ রান দিয়ে খেই হারিয়ে ফেলেন তিনি।

শাহিনের ব্যর্থতার দিনে ব্রিসবেন হিটের বোলারদের ওপর রীতিমতো তান্ডব চালিয়েছে রেনেগেডস। টিম সেইফার্টের ৫৬ বলে ১০২ রানের বিধ্বংসী শতক এবং অলি পিকের ২৯ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ৫ উইকেটে ২১২ রানের পাহাড় গড়ে তারা।

একই ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশ অভিষেক হয় আরেক পাকিস্তানি তারকা মোহাম্মদ রিজওয়ানের। তবে তিনিও ব্যর্থতার বৃত্তে বন্দি ছিলেন। ১০ বল খেলে মাত্র ৪ রান করে স্পিনার প্যাডি দুলির শিকার হন তিনি।

শাহিনের এমন শুরু আবারও প্রমাণ করল, ফ্র্যাঞ্চাইজি লিগে নামি তারকা হলেও পারফর্ম করাটা মোটেও সহজ নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিগ ব্যাশে দুঃস্বপ্নের অভিষেক, বিপজ্জনক বোলিংয়ের দায়ে নিষিদ্ধ শাহিন

প্রকাশকাল ০৭:১৭:৩৩ এএম, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
বিগ ব্যাশ লিগে (বিবিএল) শাহিন শাহ আফ্রিদির অভিষেকটা হলো দুঃস্বপ্নের মতো। বল হাতে রান খরচ করেছেন দেদারসে, উইকেটের দেখা পাননি, আর শেষমেশ ‘বিপজ্জনক বোলিং’-এর দায়ে আম্পায়ার তাকে বোলিং থেকেই সরিয়ে দিয়েছেন। সব মিলিয়ে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ব্রিসবেন হিটের হয়ে নিজের প্রথম ম্যাচটি হয়তো ভুলে যেতেই চাইবেন পাকিস্তানের এই পেসার।

মঙ্গলবার সাইমন্ডস স্টেডিয়ামে রেনেগেডসের ইনিংসের ১৮তম ওভারে ঘটে সেই নাটকীয় ঘটনা। ওই ওভারে টিম সেইফার্ট ও অলি পিকেকে পরপর দুটি কোমর উচ্চতার ফুলটস (বিমার) ছুড়ে বসেন শাহিন। আম্পায়াররা ডেলিভারিগুলোকে ব্যাটারদের জন্য ‘বিপজ্জনক’ হিসেবে গণ্য করেন এবং নিয়ম অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে বোলিং থেকে সরিয়ে দেন। ওভারের বাকি দুটি বল করতে হয় হিটের অধিনায়ক নাথান ম্যাকসুইনিকে।

বিষণ্ণ হাসিতে মাঠ ছাড়ার সময় শাহিনের নামের পাশে তখন ২.৪ ওভারে ৪৩ রান, উইকেটের ঘর শূন্য। তাঁর ইকোনমি রেট ছিল ১৬.১০! নিজের এই সংক্ষিপ্ত ও অসম্পূর্ণ স্পেলে তিনি তিনটি নো বল এবং দুটি ওয়াইড দিয়ে দলের বিপদ আরও বাড়িয়ে দেন।

অথচ অনেক প্রত্যাশা নিয়েই বিবিএলে এসেছিলেন শাহিন। নিজের দ্বিতীয় ওভারে টানা তিনটি ডট বল দিয়ে ভালো কিছুর ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু ১৩তম ওভারে ‘পাওয়ার সার্জ’ চলাকালীন ১৯ রান দিয়ে খেই হারিয়ে ফেলেন তিনি।

শাহিনের ব্যর্থতার দিনে ব্রিসবেন হিটের বোলারদের ওপর রীতিমতো তান্ডব চালিয়েছে রেনেগেডস। টিম সেইফার্টের ৫৬ বলে ১০২ রানের বিধ্বংসী শতক এবং অলি পিকের ২৯ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ৫ উইকেটে ২১২ রানের পাহাড় গড়ে তারা।

একই ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশ অভিষেক হয় আরেক পাকিস্তানি তারকা মোহাম্মদ রিজওয়ানের। তবে তিনিও ব্যর্থতার বৃত্তে বন্দি ছিলেন। ১০ বল খেলে মাত্র ৪ রান করে স্পিনার প্যাডি দুলির শিকার হন তিনি।

শাহিনের এমন শুরু আবারও প্রমাণ করল, ফ্র্যাঞ্চাইজি লিগে নামি তারকা হলেও পারফর্ম করাটা মোটেও সহজ নয়।