বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

মহানগরে প্রথম কমিটি দিল এনসিপি
সবুজবাংলা টিভি
প্রকাশ সোমবার, ২ জুন, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।

এটাই জেলা ও মহানগরী পর্যায়ে এনসিপির প্রথম কমিটি।

 

রোববার (১ জুন) নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এই কমিটি অনুমোদন করেন।

কমিটিতে প্রধান সমম্বয়কারী হিসেবে রয়েছেন আকরাম হুসাইন। এছাড়া যুগ্ম সমন্বয়কারী পদে মোস্তাক আহমেদ শিশির রয়েছেন।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন এম এম শোয়াইব (মোহাম্মদপুর জোন), মাইনুল ইসলাম (গুলশান জোন), ওমর ফারুক (রামপুরা জোন)৷ খালেদা আক্তার ও নাদিয়া চৌধুরী, আব্দুল্লাহ আল মনসুর (মিরপুর জোন), মুনতাসির মাহমুদ (তেজগাঁও জোন), সৈয়দা নীলিমা দোলা, কাজী সাইফুল ইসলাম, সর্দার আমিরুল ইসলাম, মাশকুর রাতুল (উত্তরা জোন)

এই পাতার আরো খবর