বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

ঈদুল আজহা উপলক্ষে জিয়াউর রহমানের মাজার জিয়ারত জেডআরএফের
সবুজবাংলা টিভি
প্রকাশ সোমবার, ৯ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

রবিবার (৮ জুন) বেলা ১১টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত মাজারে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে মাজার জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হ

এ সময় জেডআরএফ-এর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরাও উপস্থিত ছিলেন।

মাজার জিয়ারত শেষে অধ্যাপক মোর্শেদ হাসান বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেছি।

তিনি আরও বলেন, জেডআরএফ একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। দলমত নির্বিশেষে সবার কল্যাণে কাজ করাই এ ফাউন্ডেশনের লক্ষ্য। দেশের যেকোনো দুর্যোগে জেডআরএফ মানুষের পাশে থাকে এবং থাকবে।

এই পাতার আরো খবর