বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন

‘তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ’
সবুজবাংলা টিভি
প্রকাশ সোমবার, ৯ জুন, ২০২৫

আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ছাত্রদল ঐক্যবদ্ধ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতে হাত রেখে কাজ করছে ছাত্রদল। ’

 

রোববার (৮ জুন) বিকেলে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এ কথা বলেন।

এ সময় ছাত্রদলের ইতিহাস ও ঐতিহ্য বজায় রেখেই দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলে জানিয়ে রাকিব বলেন, অতীতে যেভাবে ছাত্রদল রাজপথে থেকে আন্দোলন ও সংগ্রাম করেছে। গত জুলাই-আগস্টে সরকার পতনের আন্দোলনের পরও সেভাবেই রাজপথ কাঁপিয়েছে ছাত্রদল। আগামীতে দেশবিরোধী যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে প্রস্তুত রয়েছে ছাত্রদল।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান রানা, নবগঠিত দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ্র রায়, সাধারণ সম্পাদক আল মোহাম্মদ রাফসান সামি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক সুজা উদ্দিন প্রমুখ।

এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

এর আগে ছাত্রদল সভাপতি ঈদুল আজহা উপলক্ষে নিজ এলাকা ময়মনসিংহে আগমন করায় তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে বিশাল মোটরসাইকেল বহরে দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয়।

এই পাতার আরো খবর