শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

নাগরিকদের ইসরায়েলে যেতে মানা করল যুক্তরাজ্য
সবুজবাংলা টিভি
প্রকাশ রবিবার, ১৫ জুন, ২০২৫

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এখন ইসরায়েলে তাদের নাগরিকদের সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে বলেছে, পরিস্থিতি খুব দ্রুত এবং হঠাৎ করেই খারাপ হতে পারে, যা পুরো অঞ্চলে জটিলতা বাড়াতে পারে।

ইসরায়েলে ১৩ জুন থেকে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

দেশের আকাশপথও বন্ধ রয়েছে, তাই বাইরে যাওয়া আসায় বড় ধরনের বাধা দেখা দিয়েছে।

 

সেইসাথে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর গাজায় সব ধরনের ভ্রমণ এবং সিরিয়ার সীমান্ত থেকে ৫০০ মিটারের (এক হাজার ৬৪০ ফুট) মধ্যে সব ধরনের যাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

এ ছাড়া তুলকারেম, জেনিন ও তুবাস এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং পশ্চিম তীরের বাকি অংশে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র দপ্তর  আরও বলেছে, ইসরায়েলি সরকারের নির্দেশাবলী মেনে চলুন। যে কোনো সময়ে আকস্মিকভাবে ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

ইসরায়েল ও ইরানের মধ্যে টানা তৃতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চলছে। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ও বিমান হামলায় উত্তাল মধ্যপ্রাচ্য।

ইসরায়েল শুক্রবার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা নিহত হন। এরপরই পাল্টা হামলায় নামে ইরান।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তার দেশ মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে।

এই পাতার আরো খবর