বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্তির সুপা‌রিশ
সবুজবাংলা টিভি
প্রকাশ সোমবার, ২৩ জুন, ২০২৫

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার সুপা‌রিশ করা হয়েছে। এছাড়াও বিলুপ্ত কমিটির সদস্যসচিবসহ আরও দুইজনকে উপজেলা কমিটির কোনো গুরুত্বপূর্ণ পদের না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপির বরিশাল দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবককে দেওয়া কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

 

চিঠিতে উল্লেখ করা হয়, বাকেরগঞ্জ উপজেলার স্থগিত কমিটির মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এ কারণে কেন্দ্র থেকে গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য তিনটি নির্দেশ প্রদান করা হলো।

নির্দেশ অনুযায়ী উপজেলার কমিটি বিলুপ্ত করে ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে সক্রিয়দের নিয়ে কমিটি গঠন, উপজেলা কমিটির সদস্যসচিব নাসির হাওলাদার ও দুই অভিযোগকারী মালেক সিকদার এবং মালেক সিকদারকে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট তথ্য থাকায় তাদের কোনো গুরুত্বপূর্ণ পদে রাখা যাবে না।

এ বিষয়ে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন বলেন, চিঠি পেয়েছি। বিষয়টি নিয়ে আহ্বায়কের সঙ্গে আলোচনা হয়েছে। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী কমিটি গঠন করা হবে।

এই পাতার আরো খবর