রাজধানীতে পুলিশ হেফাজতে যুবদল নেতা আসিফ শিকদারের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে তার পরিবার। একইসঙ্গে এই ঘটনার জন্য দায়ীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহত আসিফ শিকদারের স্ত্রী স্বপ্না বেগম এই দাবিগুলো জানান।
সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী স্বপ্না বেগম বলেন, আসিফের মৃত্যু শুধু একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডই নয়, এটি একটি আদর্শিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের চেতনা এবং মানবাধিকারের প্রতি চরম অবহেলা। এই হত্যাকাণ্ডকে ফ্যাসিবাদী শাসনের সময়ের কথা মনে করিয়ে দেয়।
তিনি বলেন, গত ২০ জুলাই যৌথ বাহিনীর পরিচয়ে আসিফ শিকদারকে তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা ভাঙচুর করা হয়। এরপর তাকে শাহ আলী থানায় নিয়ে অমানবিক নির্যাতন করা হয়। নির্যাতনের ফলে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। তিনি এই হত্যাকাণ্ডের জন্য সরকারের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।