কিভাবে বুঝবেন নকল এয়ারপড কিনা! কিভাবে বুঝবেন নকল এয়ারপড কিনা! – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

কিভাবে বুঝবেন নকল এয়ারপড কিনা!

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১৭৬ পাঠক
নকল যেকোনো জিনিস সমস্যার সৃষ্টি করে। এয়ারপডের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। নকল এয়ারপডে বাজার ছেয়ে যাওয়ায় ব্যবহারকারীরা পড়ছেন বিপদে। কোনটি আসল কোনটি নকল তা চিহ্নিত করতে পারছেন না তারা। ফলে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

মার্কিন এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম গেজেটস নাউ জানিয়েছে, নকল এয়ারপডের কারণে ৩০০ কোটি ডলারেরও বেশি অর্থ হারাতে হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বর্ডার্স অ্যান্ড কাস্টমস বিভাগ। পরিস্থিতি এমন হয়েছে, অনেকে আসল এয়ারপড কিনেও উদ্বিগ্ন থাকেন যে তিনি নকলটি কিনেছেন কিনা।
এই উদ্বেগ কমাতে ব্যবহারকারীদের আসল এয়ারপড চিনতে হবে। কিছু পদ্ধতি আছে যেগুলো অবলম্বন করে আসল এবং নকল আলাদা করা যাবে। দেখে নেওয়া আসল এয়ারপড চেনার উপায়-
১। শুরুতে ‘সেটিংস’ থেকে ‘ব্লুটুথ’ অপশনে যান।
২। এখানে এয়ারপডের তালিকা পাওয়া যাবে। এ পর্যায়ে আপনার এয়ারপডটির ডানপাশে থাকা ‘আই’ চিহ্নিত অপশনে ক্লিক করুন।
৩। এবার আপনাকে মডেল নম্বর দেখাবে। এই মডেল নম্বর দিয়েই মূলত আসল বা নকল চিহ্নিত করতে হবে। প্রতিটি আলাদা এয়ারপডের জন্য আলাদা মডেল নম্বর আছে। সেগুলো মিলিয়ে দেখে নিন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD