সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন

কেরালায় মেসিদের সফর বাতিল: চুক্তিভঙ্গের অভিযোগ আর্জেন্টিনার বিরুদ্ধে!
সবুজবাংলা টিভি
প্রকাশ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

১৫০ কোটি টাকার চুক্তি ভেঙে দিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)—এমনই অভিযোগ তুলেছে ভারতের কেরালা রাজ্য সরকারের বাণিজ্যিক অংশীদার প্রতিষ্ঠান।

‘গোলডটকম’ এর খবরে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকে কেরালায় এনে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল রাজ্য সরকারের।

সেই লক্ষ্যে এ বছরের জুনে এএফএ-কে ১৫ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১৩০ কোটি রুপি) অগ্রিম প্রদান করা হয় বলেও জানিয়েছেন চুক্তির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্টো অগাস্টিন।

 

তিনি বলেন, “তারা (এএফএ) টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল এবং ধৈর্যের জন্য আমাদের ধন্যবাদও জানিয়েছিল। কিন্তু এখন তারা বলছে, ম্যাচগুলো ২০২৬ সালের সেপ্টেম্বরে আয়োজন করা যায় কিনা!”

অগাস্টিন স্পষ্ট জানান, এ প্রস্তাব তারা মানতে পারছেন না, “২০২৬ সালের জুনে বিশ্বকাপ শুরু হবে। তখন আর্জেন্টিনা কি আবারও বিশ্বচ্যাম্পিয়ন থাকবে, বলা যায় না। আমাদের চুক্তি ছিল ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নদের ২০২৫ সালেই কেরালায় আনার। ”

কেরালার ক্রীড়া মন্ত্রী ভি. আবদুরাহিমানও আর্জেন্টিনার প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, “যদি তারা অক্টোবরে আসতে রাজি হয়ে থাকে, তবে সেই সময়েই আসতে হবে। আগামী বছর ভারতে জাতীয় নির্বাচন, মার্চে ম্যাচ আয়োজনের প্রস্তাব আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। ”

যদিও কেরালায় মেসির আগমন আপাতত অনিশ্চিত, তবে ডিসেম্বরে ভারতে আসার সম্ভাবনা রয়েছে। তিনি কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই এবং দিল্লি সফর করতে পারেন বলে জানা গেছে। তবে তা ক্লাব পর্যায়ের ভ্রমণ হিসেবে ধরা হচ্ছে।

এদিকে, আর্জেন্টিনার পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে—বিশ্বকাপ বাছাইপর্বে তারা মুখোমুখি হবে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের।

এই পাতার আরো খবর