শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

আফগানিস্তানে বাস দুর্ঘটনা, নিহত অন্তত ২৫
সবুজবাংলা টিভি
প্রকাশ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন।

বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন ক্বানি।

তিনি জানান, রাজধানী কাবুল থেকে কান্দহারের দিকে যাওয়া একটি যাত্রীবাহী বাস চালকের অবহেলার কারণে উল্টে যায়। ঘটনাস্থলেই ২৫ জন মারা যান।

আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাদের কারও অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর ঠিক এক সপ্তাহ আগেই আফগানিস্তানে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। সে সময়ও নিহত হয়েছিলেন বহু মানুষ।

এই পাতার আরো খবর