শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১৫ জন নিহত
সবুজবাংলা টিভি
প্রকাশ শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানে এক আত্মঘাতী বিস্ফোরণে ১৫ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। এমনটি জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।

খবর বিবিসির।

 

মঙ্গলবার রাতে বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) সমাবেশ চলাকালীন কোয়েটার একটি স্টেডিয়ামের পার্কিং এলাকায় আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। স্টেডিয়ামে শত শত মানুষ সমাবেশে অংশ নিচ্ছিলেন।

প্রাদেশিক কর্তৃপক্ষ বুধবার জানায়, নিহত বেড়ে ১৫ জনে পৌঁছেছে। ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে।

আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় এবং দরিদ্র অঞ্চল। এখানকার বাসিন্দারা ইসলামিক স্টেট ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নিয়মিত এবং প্রায়শই প্রাণঘাতী হামলার শিকার হন।

বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার জানান, আত্মঘাতী হামলাকারীরা  কঠোর নিরাপত্তার কারণে সমাবেশের মূল স্থান পর্যন্ত পৌঁছাতে পারেননি।

সরকারি কর্মকর্তা হামজা শফকাত সাংবাদিকদের বলেন, যদি বিস্ফোরণ সমাবেশের ভেতরে হত, প্রাণহানি বেশি হতো। তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য সমাবেশে ১২০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।

মঙ্গলবার রাতে আয়োজিত সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল সাবেক মুখ্যমন্ত্রী আত্বাল্লাহ মেঙ্গালের (২০২১ সালে তিনি মারা যান) স্মরণে।

এই পাতার আরো খবর