বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

নাজনীন হাসান খান নির্মাণ করলেন ‘নিয়তি’
সবুজবাংলা টিভি
প্রকাশ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

স্বামীর সংসার ত্যাগ করে ইশা বাবার বাড়িতে একবারে চলে এসেছে। ইশার মুখ থেকে ডির্ভোস নামক শব্দটি শোনে কিংকর্তব্যবমিূঢ় হয়ে পড়ে উপস্থিত সবাই।

বাবা মা ইশাকে বুঝায় যেন তার সিদ্ধান্ত পরিবর্তন করে। তবে ইশা এমন প্রকৃতির মেয়ে যে মচকালেও ভাঙ্গবে না। যা একবার মুখ দিয়ে বেরিয়ে গেছে জীবন থাকতে সে আর হ্যাঁ বলবে না।

 

জীবন গতিময়, থেমে নেই তার পথচলা। আর এই পথচলার মাঝে নতুন করে রাতুলের সঙ্গে সম্পর্ক হয় ইশার। ইশা যেন একটু বেশি দুর্বল হয়ে পড়ে রাতুলের প্রতি। ধ্যান-জ্ঞান সবকিছুই রাতুলকে ঘিরে।

মেয়ের এই রকম বেহায়াপনা সহ্য করতে পারে না পরিবারের কেউ। ইশা সিদ্ধান্ত নেয় রাতুলকে বিয়ে করবে। কিন্তু এরপর কী ঘটবে? এমন গল্পে নির্মিত হলো একক নাটক ‘নিয়তি’।

রাজীব মণি দাসের রচনা নাটকটি নির্মাণ করেছেন নাজনীন হাসান খান। সম্প্রতি কালিগঞ্জের উলুখোলার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবলী নওমান, জান্নাতুন নূর মুন, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমে, ফরিদ হোসাইন, স্নিগ্ধা হোসাইন, সুব্রত চক্রবতী, প্রমুখ।

নিয়তির পরিচালক নাজনীন হাসান খান বলেন, মানুষের ভাগ্যে কখন কি ঘটে কেউ আগে থেকে জানে না। ক্ষেত্র বিশেষে একে অপরকে দোষারোপ করে, যদিও এর পেছনের গল্প থাকে ভিন্ন। মিল না হলে যেমন এক ছাদের নিচে বাস করা যায় না, তেমনি অমিল সম্পর্কও এক সময় অলৌকিকভাবে মিল হয়ে যায়। এমনই সৌন্দর্যের গল্প-নিয়তি।

নাট্যকার রাজীব মণি দাস বলেন, নিজের ইচ্ছে মতো সব সময় সবকিছু ঘটে না। যেইটা ঘটে সেইটাই নিয়তি। আর এমন নিয়তির গল্পেই রয়েছে মানুষের জীবনের নানান হিসেব-নিকেশ। যেই হিসেব কখনো মিলে কখনো মিলে না।

নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই নাটকটি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

এই পাতার আরো খবর