শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

নিলামে বিটিআরআই গ্রিন টি কেজি প্রতি ১ হাজার ২৫০ টাকায় বিক্রি
সবুজবাংলা টিভি
প্রকাশ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। এটি চলতি বছরের ১৯তম নিলাম।

এই নিলামে চা সংশ্লিষ্টরা অংশগ্রহণ করে চা নিলামকে প্রাণপূর্ণ করে তুলে।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই নিলাম মোট এক লাখ ১৫ হাজার ৬২৩ কেজি চা বিক্রির জন্য আনা হয়েছিল, এর মধ্যে দুপুর পর্যন্ত ৮০ শতাংশ চা বিক্রি হয়েছে। অর্থাৎ প্রায় ৯২ দশমিক ৫ টন চা বিক্রি হয়েছে।

নিলামের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এর গ্রিন টি। যা প্রতি কেজি এক হাজার ২৫০ টাকায় সর্বোচ্চ বিক্রি হয়েছে। এ ছাড়া হামিদিয়া চা বাগানের ব্ল্যাক টি সর্বোচ্চ প্রতি কেজি ২৫০ টাকায় বিক্রি হয়।

নিলামে জেলার পাঁচটি স্বনামধন্য ব্রোকার্স হাউস অংশ নিয়েছে। এগুলো- জালালাবাদ টি ব্রোকার্স, শ্রীমঙ্গল ব্রোকার্স হাউস, রূপসীবাংলা টি ব্রোকার্স, সোনারবাংলা টি ব্রোকার্স, জি এস ব্রোকার্স।

সোনার বাংলা ব্রোকার্স বিটিআরআইর গ্রিন টি বিক্রির জন্য এক হাজার ২৯৩ কেজি জন্য নিয়ে আসে। যা প্রতি কেজি এক হাজার ২৫০ টাকায় বিক্রি হয়। এ ছাড়াও হামিদিয়া চা বাগানের গুণগত মানসম্পন্ন ব্ল্যাক টি সর্বোচ্চ ২৫০ টাকায় বিক্রি হয়েছে।

ক্লোনেল চা বাগানের চা কর্মকর্তা রনি ভৌমিক জানান, শ্রীমঙ্গলের নিলাম কেন্দ্রকে আরও গতিশীল করতে জেলার সব চা বাগানকে একত্রিত করার প্রয়োজন রয়েছে।

টি আ্যসোসিয়েশনের সভাপতি মো. মুনির বলেন, বিভিন্ন পরিবেশগত কারণে বায়ারদের উপস্থিতি এখন কিছুটা কম, তবে শীঘ্রই শ্রীমঙ্গল নিলাম কেন্দ্র দেশব্যাপী সেরা হয়ে উঠবে।

বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছিল ৭ মে। এরপর শ্রীমঙ্গল কেন্দ্রেই একে একে মোট ১৯টি নিলাম সম্পন্ন হয়। ২০২৫-২৬ অর্থবছরে দেশের তিনটি নিলাম কেন্দ্রে মোট ১২২টি চা নিলাম অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৪৮ নিলাম অনুষ্ঠিত হবে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে।

এই পাতার আরো খবর